• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

‘এপ্রিলের মধ্যে সব ফুটপাথ হকারমুক্ত হবে’-আনিসুল হক

| জানুয়ারী 21, 2016 | 0 Comments

fee_187617দেশের খবর: আগামী এপ্রিল মাসের মধ্যে রাজধানীর উত্তর এলাকার সকল সড়কের ফুটপাথ হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

তিনি বলেন, রাজধানীতে যত গুরুত্বপূর্ণ সড়ক আছে, সবগুলোর ফুটপাথকে হকারমুক্ত করা হবে। আর হকার যদি রাখতেই হয়, তাহলে সুনিবন্যস্ত পরিকল্পনা অনুযায়ী রাখতে হবে।
বুধবার রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) মিলনায়তনে বিইউ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিইউ-এর পক্ষ থেকে রাজধানীর হারিয়ে যাওয়া খাল, বাস ও ট্রাকর্স্ট্যান্ড সর্ম্পকে তিনটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর কবির নানক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জামিল আজহার।
আনিসুল হক বলেন, নতুন বাস-ট্রাক টার্মিনাল করার জন্য রাজধানীতে জায়গা খোঁজা হচ্ছে। ঢাকাকে সুশৃঙ্খল করতে তিন হাজার বাস নামানোর কাজ শুরু হয়েছে। পাঁচটি কোম্পানির আওতায় এগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করবে।
তিনি বলেন, রাজধানীর জলাবদ্ধতার কাজ সিটি করপোরেশনের নয়। রাজউক ও ওয়াসার কিছু কাজ সিটি করপোরেশনের অধীনে দেয়া হলে দুই বছরের মধ্যে রাজধানীর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply