• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিস হামলার ২ হোতা ছিল ইরাকি নাগরিক: দায়েশের দাবি

| জানুয়ারী 21, 2016 | 0 Comments

4bk1a20ff413fe2rv9_620C350ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসে গত নভেম্বরের রক্তক্ষয়ী হামলায় অংশগ্রহণকারী দুই ব্যক্তি ইরাকের নাগরিক ছিল বলে দাবি করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। ওই হামলার পর ফরাসি কর্মকর্তারা নয় হামলাকারীকে শনাক্ত করলেও তাদের দুইজনের নাগরিকত্ব নিয়ে সংশয়ে ছিল প্যারিস।

 দায়েশের ম্যাগাজিন ‘দাবিক’র সর্বশেষ সংখ্যায় দাবি করা হয়েছে ওই দুই সন্ত্রাসী ছিল ইরাকের নাগরিক।

 ওই হামলায় জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তি এখনো পলাতক রয়েছে।

দায়েশের ইংরেজি ভাষার ম্যাগাজিন দাবিক-এ সামরিক পোশাক পরিহিত নয় ব্যক্তির ছবি প্রকাশ করে বলেছে, এরাই প্যারিসে হামলা চালিয়েছে। এদের মধ্যে দুই ইরাকি নাগরিকের নাম উকাশা আল-ইরাকি ও আলী আল-ইরাকি। নাম ছাড়া তাদের আর কোনো পরিচয় প্রতিবেদনে তুলে ধরেনি দায়েশ। বাকি সাতজনের চারজন ফ্রান্সের এবং তিনজন ছিল বেলজিয়ামের নাগরিক।

নভেম্বরের প্যারিস হামলায় ১৩০ ব্যক্তি নিহত হয়। ওই হামলায় অংশগ্রহণকারী সন্ত্রাসীরা সিরিয়ার পাসপোর্ট নিয়ে ইউরোপে প্রবেশ করলেও কর্মকর্তারা মনে করছেন, পাসপোর্টগুলো ছিল ভুয়া।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply