• ১৬ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

স্টকহোমের রেল স্টেশনে শরণার্থী শিশুদের ওপর মুখোশধারী গুণ্ডাদের হামলা

| ফেব্রুয়ারী 1, 2016 | 0 Comments

4bk14605dee9aa34m4_620C350 ইউরো সংবাদ// সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান রেল স্টেশনের ভেতরে ও আশপাশে শরণার্থীদের ওপর হামলা করেছে দুই শতাধিক কালো মুখোশধারী গুণ্ডাদের একটি দল। তাদের হামলার লক্ষ্য ছিল অভিভাবকহীন শরণার্থী শিশুরা। সুইডেনের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

 হামলার আগে গুণ্ডাদল হ্যান্ডবিল বিতরণ করেছে। এ হ্যান্ডবিলের শিরোনাম ছিল, “অনেক ধৈর্য ধারণ করা হয়েছে।” এতে একটি শিশুকেন্দ্রে নিহত ত্রাণকর্মী আলেকজান্দ্রা মেহজারের ঘটনার কথা তুলে ধরা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সি সোোলিয়ার এক কিশোরকে আটক করা হয়েছে।

 পুলিশ বলেছে, রেল স্টেশনের হামলায় জড়িতদের সবাই কালো মুখোশ পরা ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছে, রেল স্টেশন এবং আশেপাশের শরণার্থীদের ওপর তাদেরকে হামলা চালাতে দেখেছে। তবে হামলার সঙ্গে জড়িত কাউকে আটকের খবর এখনো পাওয়া যায় নি।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply