• ১৯ বৈশাখ ,১৪৩১,02 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে একজন নিহত এবং দুজন আহত

| ফেব্রুয়ারী 6, 2016 | 0 Comments

NewYআন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ম্যানহাটনে নির্মাণ কাজে ব্যবহৃত একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। শুক্রবার সকালে তুষারঝড়ের মধ্যে শহরতলীর রাস্তায় দাঁড় করানো সারি সারি গাড়ির ওপর ক্রেনটি ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটির ফায়ার সার্ভিস। রয়টার্স ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। মারাত্মকভাবে জখম দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং আরেকজন সামান্য আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় আরও মানুষ আহত হয়েছে এবং অনেক গাড়িতে চাপা পড়ে আছে।

ঝড়ো হাওয়ার কারণে ক্রেনটি ভেঙে পড়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র বাতাসের কারণে কর্মীরা ক্রেনটিকে নিচে নামানোর সময় এটি উল্টে পড়ে। তবে কোনও নির্মাণকর্মী এ ঘটনায় আহত হয়নি। প্রতিবেদনে বলা হয়, ক্রেনটি কয়েক শ’ ফুট লম্বা। ফলে এটি শহরের একটি ব্লকেরও বেশি জায়গার রাস্তাজুড়ে পড়ে আছে। এতে করে শহরে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে আরো বলা হয়, ক্রেনটির একপাশে লেখা রয়েছে ‘বে ক্রেন’। এটি দিয়ে কি ধরনের কাজ করা হচ্ছিল তা স্পষ্ট জানা যায়নি। এ ব্যাপারে দুর্ঘটনাস্থলের কাছেই কর্মরত এক নির্মাণকর্মী বলেন, ক্রেনটি পড়ে যাওয়ার সময় তিনি অনেক জোরে একটি শব্দ শুনতে পান। মাটিও কেঁপে ওঠে। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেনের শব্দ ৫০০০ ফুট দূর থেকেও শোনা গেছে। এ ঘটনার পর নিউ ইয়র্ক শহরের সব ক্রেন নিচে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply