• ৩ জ্যৈষ্ঠ ,১৪৩১,17 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

‘গায়েব ১০ হাজার শরণার্থী শিশুর অনেকেই পতিতাবৃত্তির খপ্পরে পড়েছে’

| ফেব্রুয়ারী 6, 2016 | 0 Comments

4bhg6df59b5852qp4_620C350ইউরো সংবাদ:  অভিভাবকহীন অন্তত যে ১০ হাজার শরণার্থী শিশু ইউরোপ থেকে উধাও হয়ে গেছে তাদের অনেকেই পতিতাবৃত্তি ও দাসত্বের খপ্পরে পড়েছে বলে আশংকা করা হচ্ছে। এ আশংকা ব্যক্ত করেছেনে ইউরোপীয় ইউনিয়নের অপরাধ বিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল’র প্রধান ব্রেইন ডোনাল্ড।

 তিনি বলেছেন, নিখোঁজ শিশুদের অনেকেই যে যৌন হয়রানিতে নিয়োজিত অপরাধী চক্রের হাতে পড়েছে সে আলামত পাওয়া গেছে। শরণার্থী শিশুদের ওপর এমন যৌন নির্যাতন কোনো জঙ্গলে চালানো হচ্ছে না উল্লেখ করে তিনি আরো বলেন, বরং শহর এবং উন্নত এলাকাগুলোতেই এ সব কাণ্ড ঘটছে। শিশুরা ইউরোপীয় দেশগুলোতেই রয়েছে এবং এ সম্প্রদায়ের মধ্যেই তাদের ওপর নির্যাতন ঘটছে বলে স্বীকার করেন তিনি।

 এদিকে, জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ বলেছে, কেবলমাত্র জার্মানি এবং সুইডেনেই অভিভাবকহীন ৯০ হাজার শিশু রয়েছে। এ ছাড়া, ইউরোপে যে সব শরণার্থী গেছে তাদের প্রতি তিনজনের মধ্যে একজন শিশু বলে জানানো হয়েছে। ইউনিসেফের এক মুখপাত্র স্বীকার করেছেন, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় এ সব শিশু বঞ্চনার শিকার হচ্ছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply