ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী ও ইসলাম বিদ্বেষী পেগিডা’র বিক্ষোভ অনুষ্ঠিত
ইউরো সংবাদ: ইউরোপে অভিবাসীদের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জার্মানির ইসলাম বিদ্বেষী ‘পেগিডা’ আন্দোলনের বহু সমর্থক (শনিবার) মহাদেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে।
ইউরোপে অব্যাহত অভিবাসন প্রত্যাশীদের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করার লক্ষ্যে জার্মানিতে ইসলাম বিদ্বেষী ‘পেগিডা’ আন্দোলন যাত্রা শুরু করে। গত (শনিবার) ‘ফরট্রেস ইউরোপ’ বা ‘ইউরোপ দূর্গ’ নামে অভিবাসন বিরোধী ব্যানারের অধীনে আয়োজিত মিছিলে অংশ নিতে পেগিডা গোষ্ঠী তার সমর্থকদের আহ্বান জানায়।
পেগিডা আন্দোলনের জন্মভূমি নামে খ্যাত জার্মানির পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরে সবচেয়ে বড় ধরণের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সেখানে প্রায় ২,০০০ সমর্থক অংশ নেয় বলে খবর পাওয়া গেছে।এছাড়া ব্রিটেন, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, পোল্যান্ড আয়ারল্যান্ড, ফ্রান্স, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়ায় অভিবাসন বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ব্রিটেনের বার্মিংহামে ১০০ থেকে ৩০০ সমর্থক পেগিডা আন্দোলনে যোগ দেয়।ফ্রান্সের ইনকালেতে অনুষ্ঠিত পেগিডা আন্দোলনে অংশ নেয়া ১৫০ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।ফরাসি পুলিশ টিয়ার গ্যাস শেল নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার পাশাপাশি ২০ ব্যক্তিকে আটক করেছে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।
অন্যদিকে, ইউরোপে অভিবাসীদের স্বাগত জানাতে মহাদেশটির বিভিন্ন শহরে একই দিনে ‘পেগিডা’ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় দেশগুলোতে গত বছর অন্তত ১০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক, সিরিয়া, লিবিয়া ও আফগানিস্তানের নাগরিক।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ