• ১৩ বৈশাখ ,১৪৩১,27 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের সুযোগ নেই: রাশিয়া

| এপ্রিল 26, 2016 | 0 Comments
4bk404b280df876nng_620C350ইউরো সংবাদ: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি মস্কোকে উদ্দেশ করে আংকারা এমন কিছু শত্রুতামূলক কাজ করেছে যার কারণে শিগগিরি তুরস্ক ও রাশিয়ার মধ্যকার তিক্ত সম্পর্ক স্বাভাবিক হবে না। ২০১৫ সালের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার সময় রুশ মন্ত্রণালয় এ ভবিষ্যদ্বাণী করল। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি খবরটি দিয়েছে।

 রুশ মন্ত্রণালয় আরো বলেছে, “তুরস্কের নেতৃত্ব রুশ-বিরোধী এমন অবস্থান নিয়েছেন যে, স্বল্প সময়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা করা উচিত হবে না।”

 ২০১৫ সালের নভেম্বর মাসে তুরস্ক সিরিয়ায় একটি রুশ বোমারু বিমান ভূপাতিত করে। এতে বিমানের এক পাইলট নিহত হন। ওই ঘটনার পর থেকে তুরস্কের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক মারাত্মক অচলাবস্থার মধ্যে রয়েছে।

 তুরস্ক সে সময় দাবি করেছিল, রুশ বিমানটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে। কিন্তু মস্কো দৃঢ়ভাবে বলে আসছে- রুশ বিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে নি। বিমান ভূপাতিত করার পর তুরস্কের ওপর কয়েকদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply