• ২২ বৈশাখ ,১৪৩১,05 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আবারও ছাগল চোরের তালিকায় নাম লেখাল ইসরাইলি সেনারা!

| জুলাই 8, 2016 | 0 Comments

4bk7d1bc4a21959vug_800C450আন্তর্জাতিক: দখলদার ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের একটি গ্রাম থেকে সাড়ে চারশ’ ছাগল চুরি করেছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলি সেনারা একজন লেবাননি রাখালকে অপহরণ করতে ব্যর্থ হওয়ার পর ওই ব্যক্তির সাড়ে চারশ’ ছাগল চুরি করেছে।

ছাগল ফিরিয়ে আনতে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা চেষ্টা চালাচ্ছেন।

গত ফেব্রুয়ারিতেও দক্ষিণ লেবানন থেকে ছাগল চুরি করেছিল দখলদার সেনারা। এর আগে ছাগল চুরির ঘটনা এতটাই বেড়ে গিয়েছিল যে, লেবানন সরকার এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছিল।

এদিকে, ইসরাইলি জঙ্গি বিমানগুলো লেবাননের আকাশসীমা লঙ্ঘন অব্যাহত রেখেছে। প্রায় প্রতিদিনই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে লেবাননি সূত্রগুলো জানিয়েছে। লেবাননের সরকার, জনপ্রিয় সংগঠন হিজবুল্লাহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর আগে বহুবার আকাশসীমা লঙ্ঘনের নিন্দা করে তা বন্ধের আহ্বান জানিয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply