• ১৬ বৈশাখ ,১৪৩১,29 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা জারি করলেন এরদোগান

| জুলাই 21, 2016 | 0 Comments

4bhj072f90fcff1h9j_800C450আন্তর্জাতিক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাজধানী আঙ্কারা থেকে দেয়া সরাসরি ভাষণে দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট এরদোগান। তার সভাপতিত্বে আঙ্কারা প্রেসিডেন্ট প্রাসাদে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তুরস্কে জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়।

জরুরি অবস্থা জারির প্রয়োজনীয়তা তুলে ধরে এরদোগান বলেন, ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত সব সন্ত্রাসী সংগঠনগুলোর শিকড় দ্রুত উপড়ে ফেলার জন্য এর প্রয়োজন রয়েছে।

জরুরি অবস্থা জারিতে রাষ্ট্রের নিরাপত্তা বিপুল ভাবে বেড়ে যাবে এ সত্ত্বেও দেশটিতে গণতন্ত্রের সঙ্গে কোনো আপস করা হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন এরদোগান।

এরদোগান দাবি করেন, শুক্রবার রাতের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে মার্কিন প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে জড়িত ছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেন, বিরোধীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর জন্য এরদোগান নিজেই অভ্যুত্থানের নাটক সাজিয়েছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply