• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নির্বাচন কমিশন গঠনের ৫ দফা প্রস্তাব জাতীয় পার্টির

| নভেম্বর 26, 2016 | 0 Comments

4bk491b4c6922d5tbp_800c450 দেশের খবর: বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে পাঁচদফা প্রস্তাবনা পেশ করেছেন বর্তমান সরকারের অংশীদার ও বিরোধীদল জাতীয় পার্টি।  (শনিবার) সকাল ১১ টায় রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাবনা পেশ করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টি দাবি করেছে, সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। সেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখতে হবে।

প্রস্তাবে এরশাদ বলেন, ‘নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় থাকতে হবে। বর্তমান সংসদেই এ আইন পাস করতে হবে।

উল্লেখ্য, এ বিষয়টি বিএনপির প্রস্তাবে ছিল। ইসি’র জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দেন খালেদা জিয়া।

নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে এরশাদের প্রস্তাবনায় বলা হয়, ‘নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত বিষয়জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয়তা না থাকা, অন্য অফিসে নিয়োগে বিধি নিষেধ ও চারিত্রিক স্বচ্ছতা।’

খালেদা জিয়ার প্রস্তাবে ছিল,‘সর্বজন শ্রদ্ধেয় সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ এবং নৈতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম অভিজ্ঞতা সম্পন্ন, সব বিচারে দল-নিরপেক্ষ এবং বিতর্কিত নন এমন একজন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিষ্ঠিত ছিলেন এমন একজন ব্যক্তি অথবা বাংলাদেশ সরকারের একজন সচিব, যিনি অবসর গ্রহণের পর সরকারের কোনও লাভজনক পদে নিয়োজিত নেই বা ছিলেন না, অথবা একজন বিশিষ্ট নাগরিক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন।’

জাতীয় পার্টির আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, দেলোয়ার হোসেন খান, ফয়সল চিশতি, আব্দুস সাত্তার, ফজলে ঈমাম প্রমুখ।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply