• ১৪ বৈশাখ ,১৪৩১,27 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইরানে ট্রেন দুর্ঘটনা:নিহত ৪৫ ও আহত ১০৩, মন্ত্রীর পদত্যাগ দাবি; ৩ কর্মকর্তা আটক

| নভেম্বর 26, 2016 | 0 Comments

4bkb6148f9c3f8iaev_800c450 আন্তর্জাতিক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-মধ্যাঞ্চলীয় সেমনান প্রদেশের একটি স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে ৪৫ জন নিহত ও ১০৩ জন আহত হওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে।  (শুক্রবার) এ দুর্ঘটনা ঘটে।

সেমনান প্রদেশের প্রসিকিউটর জেনারেল হায়দার আসিয়াবি শনিবার জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের প্রধান, ট্র্যাক কন্ট্রোল সেন্টারের প্রধান এবং ঘটনার সময় ওই কেন্দ্রে দায়িত্বপালনকারী কর্মকর্তাকে আটক করা হয়েছে। আসিয়াবি জানান, ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোল লারিজানির লিখিত বার্তা অনুসারে পদক্ষেপ নেয়া হয়েছে এবং প্রাদেশিক আদালত সেভাবেই কাজ করছে।

গতকালের ওই ভয়াবহ দুর্ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় তিনি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। এছাড়া, জাতীয় সংসদে ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দির পদত্যাগের দবিতে একটি প্রস্তাব তোলা হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply