• ১৬ বৈশাখ ,১৪৩১,29 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

তুরস্কের ইস্তাম্বুলে আবারও হামলা, নিহত ২৯ এবং আহত ১৬৬।

| ডিসেম্বর 11, 2016 | 0 Comments

2016-12-11-01-18-15আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরে শনিবার সন্ধ্যার পর একটি বাস্কেটবল  স্টেডিয়ামের পাশে পর পর দু’ টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৭ জনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৬৬ জন। অাহতদের মধ্যে অন্তত ২০ জন পুলিশ সদস্য রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হামলাকারীদের প্রাথমিক লক্ষ ছিল পুলিশ এবং পুলিশের গাড়ি।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

কে বা কারা এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়নন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

জড়িত সন্দেহে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা ববাহিনী।

আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঘটনা স্থলে অন্তত ১০টি এম্বুলেন্স পৌঁচেছে।

এ নিয়ে চলতি বছরে তুরস্ক  ৪ বার বড় ধরণের হামলার শিকার হয়েছে।

নিহতদের স্বরণে ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তুরস্ক সরকার।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইংল্যান্ড সহ বিশ্বের অনেক দেশ তুরস্কের প্রতি সমবেদনা জানিয়েছে এবং সন্ত্রাস মোকাবেলায় এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply