ফ্রান্সের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ
ইউরো সংবাদ: গত মঙ্গলবার, শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত বছরের তুলনায় বেকারত্বের হার ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।যা গত ১৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ।যা ১৯৯৭ সালের পর থেকে সবোর্চ্চ ।জানুয়ারী মাসে ৪৩,০০০ জন শ্রমিক নতুন করে বেকার হিসেবে নিবন্ধিত হয়েছে যাতে বেকারত্বের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩.১৬ মিলিয়ন বা ৩১ লক্ষ ৬০ হাজারে।যা ১৯৯৭ সালে ছিলো ৩.১৯ মিলিয়ন বা ৩১ লক্ষ ৯০ হাজার।
মন্ত্রণালয় থেকে আরও বলা হয় যে, যারা পার্ট –টাইম বা খন্ডকালীন কাজের সাথে জড়িত, তাদের সংখ্যা ৩০,৪০০ জন বৃদ্ধি পেয়ে শতকরা ০.৭ ভাগ বৃদ্ধিতে, বর্তমানে ফ্রান্সের মূল ভূখন্ডে এ সংখ্যা দাড়িয়েছে, ৪.৬১ মিলিয়ন বা ৪৬ লক্ষ ১০ হাজারে ।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ