মালিতে আল কায়েদার শীর্ষ নেতা ও ফ্রান্সের তৃতীয় সৈন্য নিহত
ইউরো সংবাদ: মালিতে আল কায়েদার শীর্ষ কমান্ডার Abou Zeid নিহত হয়েছে। Chadian রাষ্ট্রপতি Idriss Deby Itno বলেন, সাত সপ্তাহের ইসলামীক বিদ্রোহীদের বিরুদ্ধে ফরাসি নেতৃত্বাধীন বিদ্রোহের এটি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।এদিকে উত্তর মালিতে সংঘর্ষে এক ফরাসী সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এ নিয়ে মধ্য জানুয়ারী থেকে এই পর্যন্ত মালির শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে ৩ জন সৈন্য নিহত হল।
আলজেরিয়ার স্থানীয় অনেকগুলো সংবাদপত্র আল কায়েদার শীর্ষ কমান্ডারের মৃত্যুর খবর প্রকাশ করে এবং ওয়াশিংটন প্রতিবেদনগুলোকে “খুব বিশ্বাসযোগ্য” বলে স্বীকার করে।
Deby বলেন, আল কায়েদা ইসলামী মাগরেব (AQIM) এর মালি-ভিত্তিক অপারেটিভ Abou Zeid, Chadian বাহিনী এবং ইসলামী যোদ্ধাদের মধ্যে মারাত্মক যুদ্ধের মধ্যে ফেব্রুয়ারী, ২২ তারিখে নিহত হন।
তিনি বলেন,”ফেব্রুয়ারির ২২ তারিখে আমরা জিহাদীদের সাথে যুদ্ধের পর Ifogha পর্বতমালায় আমাদের কিছু সৈন্যদের হারিয়েছি। এটিই ছিল প্রথম jihadists -দের সঙ্গে একটি সরাসরি বোঝাপড়া।”
Deby জানান, “আমাদের সৈন্য Abou Zeid সহ দুই জেহাদী নেতাদের হত্যা করেছে, যার অভিজাত বাহিনী মহাদেশের সেরা মরুভূমি সৈন্য এবং তার মৃত্যু উত্তর মালির স্বাধীন হবার ক্ষেতে্র উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
আলজেরিয়ার স্বাধীন Ennahar টিভি, এই সপ্তাহের শুরুর দিকে রিপোর্ট করে যে, Abou Zeid উত্তর মালিতে অন্যান্য ৪০ ইসলামী জঙ্গিসহ নিহত হয়েছে।
ওয়াশিংটন থেকে বর্ণনা করা হয়, তার মৃত্যুর রিপোর্টটি “খুব বিশ্বাসযোগ্য” এবং যদি প্রকৃতপক্ষে Abou Zeid নিহত হয়ে থাকে তবে এটি ইসলামী আল কায়েদা মাগরেব- এর জন্য চরম ঘা হবে।
Abou Zeid হত্যা ফরাসি বাহিনীর জন্য একটি প্রধান সাফল্য হবে কেননা তিনি মধ্য জানুয়ারীতে মালিতে বিদ্রোহ করেন এবং ইসলামী বিদ্রোহীদের উত্তর নিয়ন্ত্রণে সাহায্য করেন।
আলজেরিয়ার “আল খবর” সংবাদপত্রটি শুক্রবার রিপোর্ট করে যে, কর্তৃপক্ষ সেখানে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করে Abou Zeid এর মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করেন।
আরও বলা হয়, ” ফরাসি বাহিনীর দ্বারা সরবরাহকৃত Abou Zeid এর দুই ঘনিষ্ট আত্মীয়ের শরীরের নমুনার সঙ্গে মৃতদেহের ডিএনএ তুলনা করে মুত্যু নিশ্চিত করার চেষ্টা চলছে।”
৪৬ বছর বয়স্ক আল কায়েদা নেতা Abou Zeid এর আসল নাম Mohammad Ghedir। তিনি লিবিয়ার সীমানার কাছাকাছি জন্মগ্রহণ করেন। অন্য দিকে নিহত ফরাসী সৈন্যের পরিচয় নিশ্চিত করেছে ফ্রান্সের ডিফেন্স মন্ত্রণালয়।চেড্রিক সারোন্ত নামের ২৬ বছর বয়স্ক নিহত ঐ ফরাসী করপোরাল ২৫ জানুয়ারী থেকে মলিতে শান্তি প্রতিষ্ঠার মিশনে কর্মরত ছিলেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ