• ১৭ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

উদীচী ফ্রান্স সংসদ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান ও পিঠা-পুলির প্রতিযোগিতা ২১ এপ্রিল রবিবার।

| এপ্রিল 18, 2019 | 0 Comments

বর্ষবরন অনুষ্ঠানে পিঠা-পুলির প্রতিযোগিতা

আগামী ২১ এপ্রিল রবিবার
উদীচী ফ্রান্স সংসদ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের বিশেষ অংশ
হিসেবে শুরুতেই থাকছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা-পুলির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আপনারা আপনাদের পছন্দমতো
যে কোন অঞ্চলের অন্তত
দুই প্রকার পিঠা তৈরি করে যে কেউ অংশগ্রহণ করতে পারেন।

অংশগ্রহণের নিয়মাবলী:

১. অংশগ্রহণকারীকে অন্তত
দুই ধরনের পিঠা বানিয়ে আনতে হবে
২ পিঠার নাম পিঠা তৈরির উপকরণ প্রদর্শনীর সময় উল্লেখ্য করতে হবে
৩ . কেউ দুইয়ের অধিক ধরনের
পিঠা আনলেও যে কোন দুই ধরনের পিঠা প্রতিযোগিতার
অংশ হিসাবে গন্য করা হবে ।

বিচারক মণ্ডলীর রায়ে প্রথম তিনজন কে পুরস্কার দেয়া হবে।
তাছাড়া থাকছে প্রত্যেকের জন্য সান্তনা পুরস্কার।

অংশগ্রহণের জন্য আগামী ২০ এপ্রিলের মধ্যে নাম অন্তভুক্তি করার জন্য অনুরোধ করছি।

নাম অন্তর্ভুক্তির জন্য যোগাযোগ :

সলিমুল্লাহ সিদ্দিকি রানা ০৬২৪৬৩০৬৭০

পলাশ বড়ুয়া
০৬৯৮২৬০৬৪০

.দুলাল চন্দ মিশেল ০৬৪৮০৬৭২৮৪

Category: Community France, Community news 1st page, Notice Board, Scroll_Head_Line

About the Author ()

Leave a Reply