• ২২ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

হুগো শ্যাভেজের শেষবিদায় মিছিল

| মার্চ 7, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ:

কারাকাসের রাস্তায় বুধবার ভেনেজুয়েলার মরহুম নেতা হুগো শ্যাভেজের শেষকৃত্যের জন্য মিছিল বের হয়। সেখানে শোকাহতদের তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন সার্বজনীনভাবে গৃহীত হয়। শ্যাভেজ মঙ্গলবার ক্যান্সার সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর ৫৮ বছর বয়সে মারা যান।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃতদেহের পেছনে শোকবিধ্বস্ত সমর্থকগণ রাস্তায় মিছিল করেন এবং কারাকাসের রাস্তায় তখন আবেগের একটি বন্যা বয়ে যায়। শ্যাভেজের জোটের আশা, আসছে নির্বাচনে তারা জয়ী হবে এবং শ্যাভেজের বিপ্লব টিকিয়ে রাখতে সচেষ্ট হবে।

দশ সহস্র “Chavistas” ভেনেজুয়েলার নীল, লাল এবং হলুদ রংয়ের জাতীয় পতাকায় ঢাকা দেহাবশেষের পিছনে মার্চ করে এবং সরকার সাত দিনের শোক পালনের ঘোষণা করেন।

হুগো শ্যাভেজের মুত্যুর মধ্য ‍দিয়ে ল্যাটিন আমেরিকার সবচেয়ে অসাধারণ পপুলিস্ট নিয়মের অবসান হল। শ্যাভেজ তার শ্রোণীচক্রের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মুত্যুবরণ করেন। বুধবার তার শবদেহ একটি সামরিক একাডেমীতে নিয়ে যাওয়া হবে এবং তিনদিনের জন্য তার শবদেহ সেখানে রাখা হবে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, প্রচ্ছদ, রাজনীতি

About the Author ()

Leave a Reply