• ২০ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ

| আগস্ট 6, 2021 | 0 Comments

স্বাস্থ্য ডেস্কঃ ৯ আগস্ট থেকে অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ। বারে বা রেস্তোরাঁয় ঢুকতে লাগবে এটি। মলিক পক্ষকে এটি স্ক্যান করে তারপর কাস্টমার প্রবেশ করাতে হবে। অন্যথায় কোড সিভিলের লঙ্ঘন ধরা হবে। আর যদি এ নিয়ে কেউ মিথ্যার আশ্রয় নেয় তাহলে ৫ম শ্রেণীর জরিমানা করা হবে।

বিমান এবং দূরপাল্লার ট্রেন ও বাসে ভ্রমণের সময় পাস স্যানিটার চেক করা হবে। অবশ্য লোকাল বাস, মেট্রো, ট্রাম, আরইআর, টিইআর এ লাগবে না পাস স্যানিটার।

পাস স্যানিটার না থাকলে হাসপাতাল গুলোতে জরুরি সেবা ছাড়া অন্য কোন সেবা পাওয়া যাবে না।

ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া করোনার পিসিআর টেস্ট আর ফ্রি করা যাবে না।

৩০ আগস্টের পরে ১২ থেকে ১৭ বছরের নাগরিকদেরও এই পাস বাধ্যতামূলক করা হবে।

তুসএন্টি কভিড এপ্লিকেশনে কারনেট আপসনে এটি সংরক্ষণ করে রাখা যাবে ডিজিটাল ফরম্যাটে। কোন কারণে হারিয়ে গেলে মালাদি অফিসের পেশেন্ট অপশনে গিয়ে ডাউন লোড করা যাবে অথবা কোন ডাক্তার চাইলে যেকোন সময় এটি প্রিন্ট করে দিতে পারবে।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, শীর্ষ সংবাদ, হেল্থ ইস্যুজ

About the Author ()

Leave a Reply