• ২০ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মাওলানা নূর মােহাম্মদের ইন্তেকাল।

| আগস্ট 8, 2021 | 0 Comments

সরকারি মাদরাসা – ই – আলিয়া , ঢাকার সাবেক অধ্যক্ষ , ফেনীর কৃতি সন্তান প্রফেসর মাওলানা নূর মােহাম্মদ ( ৮০ ) করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রােববার রাতে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । তিনি দুই ছেলে , চার মেয়ে এবং অসংখ্য আত্মীয় – স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।রাতেই তার মৃতদেহ ফেনীর সােনাগাজী গ্রামের বাড়ীতে আনা হচ্ছে । আজ সােমবার সকাল ১০ টায় সােনাগাজী উপজেলাধীন চরলক্ষিগঞ্জ মাদ্রাসা । ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।পরে চরলক্ষিগঞ্জ মাওলানা পাড়ার পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে ।

ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মাওলানা নূর মােহাম্মদ

পারিবারিক সূত্রে জানা যায় , কয়েকদিন আগে থেকেই তিনি করােনার নানা উপসর্গে ভূগছিলেন।নমুনা পরীক্ষায় করােনা পজেটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন । রােববার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১০ টার দিকে তিনি শেষ নি : শ্বাস ত্যাগ করেন।/সূত্র ঃ দৈনিক ফেনীর সময়।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply