• ১৭ বৈশাখ ,১৪৩১,30 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহার সাথে সাংবাদিকদের মতবিনিময়

| ফেব্রুয়ারী 11, 2022 | 0 Comments

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি একটু দেরিতে হলেও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন এবং ধৈর্য ধরে সকল সাংবাদিকদের কথা,অভিযোগ ও পরামর্শ শুনেছেন এবং জবাব দিয়েছেন। মাননীয় রাষ্ট্রদূত আন্তরিক ভাবে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের যেকোন সমস্যা সমাধানের প্রত্যয় ধারণ করেন বলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে। আমরাও দূতাবাসকে আমাদের জায়গা থেকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতার সর্বাত্মক চেষ্টা করবো বলে উপস্থিত সাংবাদিকরা বলেছি। সুন্দর কমিউনিটি গঠনে দূতাবাসের সাথে সাংবাদিকদের পরস্পর সহযোগী হয়ে কাজ করার প্রত্যয়ে এই ধরনের মতবিনিময় সভা ৬ মাস পরপর করা যায় কিনা তার অনুরোধ করেছি রাষ্ট্রদূতকে। তাহলে সাংবাদিক ও দূতাবাসের মধ্যে দূরত্ব কমবে। অনেক সাংবাদিক বন্ধু দাওয়াত পায়নি, কেন পায়নি তা খতিয়ে দেখতে বলেছি। যেসব সহকর্মী দাওয়াত পাননি বা দাওয়াত পেয়েও আসতে পারেননি তারা সবাই আসতে পারলে আরো ভালো লাগতো। তারপরও মান্যবর রাষ্ট্রদূতকে অসংখ্য ধন্যবাদ জানাই করোনা মহামারীর মধ্যেও এমন একটি মিলন মেলার ও মতবিনিময়ের সুযোগ করে দেয়ার জন্য। অনেকদিন পর এতো সহকর্মী ও বন্ধুদের একসাথে দেখলাম, কথা বললাম, সবাই আন্তরিক, শুধু একটু মেল বন্ধন প্রয়োজন। ইনশাআল্লাহ সেটাও একদিন হবে। বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন দূতাবাস কর্মকর্তা ওয়ালিদ ভাইকে অসাধারণ ভাবে কোঅরডিনেট করার জন্য। অত্যন্ত চৌকস এবং মিডিয়া বান্ধব অফিসার মনে হয়েছে। ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের জন্য সুখবর জানালেন ওয়ালিদ ভাই, আজ ৩১ শে জানুয়ারি ২০২২ থেকে আপনারা সরাসরি দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে পারবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং পাস সেনিটার নিয়ে। অবশেষে আসুন সব ভেদাভেদ ভুলে সকলে মিলে একটি সুন্দর কমিউনিটি তথা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখি।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, সম্পাদকীয়

About the Author ()

Leave a Reply