• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে ইউরোবিডি২৪ নিউজ এর নবম বর্ষপূর্তি উদযাপন।।

| ফেব্রুয়ারী 25, 2022 | 0 Comments

অনলাইন নিউজ পোর্টাল ইউরোবিডি২৪ নিউজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আর আমাদের অহংকারের একুশ উদযাপনের মিশেল আর তার সাথে গুণীজন সম্মাননা এবং বয়স ভিত্তিক শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন – এই বহুমাত্রিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করে এক ভিন্নমাত্রার উৎসব হয়ে গেলো রাজধানী প্যারিস লাগোয়া উপশহরের একটি রেস্তোরাঁয়।

শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পত্রিকা কর্তৃপক্ষের উদ্যোগে ফ্রান্সের ইল দ্যো ফ্রঁসের ভাল দ্যো মার্ন বিভাগের ভিট্রি সুর সেইন পৌরসভায় প্রথমবারের মত অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে দিবসটি পালন করা হয়। ফ্রান্সের কমিউনিটি নেতৃবৃন্দ ও শিশু কিশোরেরা এ অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ৫২র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

ফ্রান্সে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইউরোবিডি২৪ নিউজ এর ৯ বছর পূর্তি উপলক্ষে এমন আয়োজন করা হয়। পত্রিকার সম্পাদক ইমরান মাহমুদ এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি একটি ভিন্নমাত্রায় উন্নীত হয়।

দূর প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোরের স্বদেশী ভাষা, সংস্কৃতি ও শহীদ মিনারের সাথে পরিচয় করিয়ে দিতে, আত্মপরিচয়ের শেকরসন্ধানী ব্যতিক্রমী একুশ উদযাপনের আয়োজন করে ফ্রান্সে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালটি।

ভিট্রি সুর সেইন পৌরসভায় অবস্থিত স্থানীয় একটি রেস্টুরেন্টে এই প্রসংশনীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র

পত্রিকার ৯ বছর পূর্তি উৎসবের আয়োজনে ছিলো কমিউনিটির কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া দুজন ব্যক্তিকে মরোনোত্তর সম্মাননার স্বীকৃতিতে সম্মানিত করা হয়। তারা দুজন হলেন, কমিউনিটি অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব প্রয়াত শহীদুল আলম মানিক এবং অমি ভয়াজের স্বত্বাধিকারী প্রয়াত এইচ এস হায়দার। অন্যদিকে প্রবাসে সাংবাদিকতায় যুগ পার করা তিনজন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়। তারা হলেন, দেবেশ বড়ুয়া, এম এ হাশেম এবং ইমরান মাহমুদ।

কমিউনিটি কল্যাণে কাজ করে যাওয়া দুটি সামাজিক সংগঠনকে সম্মাননা দেয়া হয় যারা ফ্রান্সপ্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সমাধানে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। সংগঠন দুটি হলো, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এবং BCATF (বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজ, ফ্রান্স)।

আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় ছিলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এদেশে বেড়ে ওঠা শিশু-কিশোর মনে একুশ-বাংলাদেশ-পতাকা-ফুল-পাখি’রা এমন রঙ্গীন হয়ে ধরা দিয়েছে যা সত্যিই অবাক করবার মত। ওদের শিশুমনের তুলিতে যে এমন নিপুণতা এবং উপলব্ধিতে গভীরতার ছাপ ফুটে উঠেছে তা সত্যিই অবাক করার মতই। আসলে বাংলাদেশের রং এমনই গভীর। এর আত্মত্যাগের রক্ত, উর্বর মৃত্তিকা, নানা রংএ আঁকা প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, সংগ্রাম-সাফল্য শিশু-কিশোরমনে রেখাপাত করতে বাধ্য। সেটিই ফুটে ওঠেছে শিশু শিল্পীদের তুলিতে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতাপর্বে ক বিভাগে ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের প্রতিযোগিতার বিষয় ছিল প্রবাসে শিশু কিশোরদের তুলিতে বাংলাদেশ এবং খ বিভাগে ১১ বছর থেকে ১৫ বছর বয়সীদের বিষয় ছিল প্রবাসে শিশু কিশোরদের তুলিতে ভাষা আন্দোলন ৫২। জুরি বোর্ডের বিচারে দুই বিভাগ থেকে ২০ জন প্রতিযোগীকে পুরষ্কার প্রদান করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ভিট্রি সুর সেইনের মেয়র পিয়ের বেল লুক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্তঃ বিষয়ক সহকারী মেয়র রামায়েল, আন্তঃ রিলেশন অফিসার ব্রাহিম।

বাংলাদেশ কমিউনিটির মধ্য থেকে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক এমএ তাহের, ফ্রান্স আওয়ামী লীগ সহ-সভাপতি সুভ্রত শুভ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী সভাপতি এমদাদুল হক স্বপন, বিসিএফ সভাপতি এমডি নূর, মোতালেব খান, শাহীন আরমান চৌধুরী, আমিনুল সরকার, তানজিম হোসেন হায়দার, মিসেস হায়দার, ফ্রান্সের মূলধারার রাজনীতিক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এসোন বিভাগের কাউন্সিলর, ইউথ কাউন্সিলর এবং কমিউনিটি ব্যক্তিত্ব নয়ন এনকে, বিসিএফ সহ সভাপতি মোজাম্মেল হোসেন, মোহাম্মদ আব্দুল আজিজ, হোসেন সালাম রহমান, শরীফ রহমান, জুয়েল, খান বাবু, শামীম আহমেদ, সাংবাদিক দেবেশ বড়ুয়া, এম এ হাশেম, অধ্যাপক অপু আলম, মোসাদ্দেক হোসেন সাইফুল, ফাতেমা-তুজ-জোহরা, আব্দুর রহমান শিপন, মোহাম্মদ সাঈদ, নজমূল কবির, রাসেল আহমেদ, আবুল কালাম মামুন, বদরুল বিদ আফরুজ, ফরিদ আহমদ রনি প্রমুখ।

অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী বিপুলসংখ্যক বাংলাদেশী, তাদের পরিবার এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।

লেখকঃ নাজমুল কবির, সাংবাদিক, প্যারিস-ফ্রান্স।

Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply