ফ্রান্সে বিসিএফ এর ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টূর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হবে ২০ ও ২৭ মার্চ।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ ক্রীড়াই বাড়ে মনোবল” এ স্লোগানে ফ্রান্সের মাটিতে বিসিএফের আয়োজনে ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ও ২৭ মার্চ। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে ২০ মার্চ এবং সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। ফাইনাল শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ সিরিমনি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন কে আরো স্মরণীয় ও বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বি সি এফ ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২২ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত টূর্ণামেন্টে ১২টি দল অংশ গ্রহণ করার লক্ষ্যে ইতিমধ্যে প্রাথমিক নিবন্ধন করেছে।
যে ১২ টি টিম টূর্ণামেন্টে অংশ গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করেছেন সেদল গুলো হলোঃ
১. মোগলা বাজার বয়েস
২. এফ সি প্যারিস ক্রিকেট ক্লাব
৩.ব্রাদার্স স্কোয়াড
৪. হোস পাওয়ার হিটার্স
৫ .বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব প্যারিস
৬. ইয়ং ষ্টার
৭.এলিভেন অরিওস
৮.একতা স্পোর্টিং ক্লাব প্যারিস
৯.ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ (FBSG)
১০.বৃহত্তর নোয়াখালী ক্রীড়া সংঘ প্যারিস।
১১. চিটাগং কিংস
১২.নোয়াখালী এসোসিয়েশন
উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহণের নিয়মাবলী সরাসরি আলোচনা এবং এন্ট্রি ফি গ্রহণ, চূড়ান্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণকরন, সকল দলের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে fixtures চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজক কমিটির ১৬ মার্চ সন্ধ্যায় প্যারিসে নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উক্ত সভায় প্রত্যেক দলের ক্যাপ্টেইন /টীম ম্যানেজার /যে কোনো একজন প্রতিনিধি উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সভার স্থানঃ OFIORA (রাব্বানী সেন্টার)
1 bis Rue Henri Barbusse, 93300 Aubervilliers
তারিখঃ ১৬ মার্চ ২০২২, রোজ বুধবার , সন্ধ্যা ৭ টা (ফ্রেঞ্চ্ টাইম, মিটিং যথা সময়ে শুরু হয়ে যাবে,৭টার পূর্বেই উপস্হিত থাকতে হবে)।
Category: Community France, Community news 1st page, Notice Board, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ