• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে মরহুম সাইফুর রহমান বিপুলের জানাজা ও দাফন সম্পন্ন।

| মার্চ 31, 2022 | 0 Comments


ফ্রান্স প্রবাসী ফেনী জেলার কৃতি সন্তান কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তি সাইফুর রহমান বিপুলের জানাজার নামাজ ৩০ মার্চ বুধবার বেলা ২টা ১৫ মিনিট(বাদ জোহর) উবারভিলিয়ে বাংলাদেশী জামে মসজিদে সম্পন্ন হয়েছে। জানাজায় ফেনী জেলার ফ্রান্স প্রবাসী অসংখ্য মানুষ সহ কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন।

জানাজা শেষে ফ্রান্সের ইল দ্যো ফ্রঁসের ৯৩ জেলার বন্দি কবরস্থানে( Le cimetière intercommunal de Bondy-Le Pré Saint-Gervais, Adresse : 76 Av Henri Varagnat 93140 BONDY) মরহুম সাইফুর রহমান বিপুলকে তার পারিবারিক সিদ্ধান্তে মুসলিম রীতি অনুযায়ী দাফন করা হয়। দাফন শেষে উপস্থিত সকলে সাইফুর রহমান বিপুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।


উল্লেখ্য, ফ্রান্স প্রবাসী ফেনী জেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা গ্রামের অত্যন্ত পরিচিত মুখ সাইফুর রহমান বিপুল, ভাল দো মার্ন জেলার অন্তর্গত হনরি মন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২৫শে মার্চ ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
কিছুদিন আগে ওনার মাথায় একটি টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষা শেষে গত ২৩ মার্চ বুধবার সাইফুর রহমান বিপুলের মাথায় টিউমার অপসারণের লক্ষে অস্ত্রপচার করেন। এরপর তিনি কোমায় চলে গেলে ওনাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫শে মার্চ তিনি ইহলোকের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ১০ বছর ও সাড়ে ৪ বছরের দুই ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply