পর্যটন খাতে ইউরোপে জার্মান দ্বিতীয়, ফ্রান্স সপ্তম
ইউরোবিডি সংবাদ: গ্লোবাল ইকোনোমিক ফোরাম পরিচালিত ১৪০ টি দেশের উপর পর্যটন খাতে চালানো এক জরিপে জার্মানী বরাবরের মত ইউরোপে ২য় স্থান বজায় রেখেছে।৭ মার্চ বৃহস্পতিবার এই জরিপ প্রকাশ করা হয়।
দ্বিবার্ষিক এই জরিপ অনুযায়ী ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড ১ম এবং অস্ট্রিয়া ৩য় স্থান অর্জন করেছে। এই জরিপের মাধ্যমে পর্যটন এবং ভ্রমণ খাতে দেশগুলোর একটি প্রতিযোগিতামূলক অবস্থানের মানদন্ড প্রকাশ করা হয়।
ইতোমধ্যে, গত সপ্তাহে মেজর ট্রেড ফেয়ারের বিজ্ঞজনদের জরিপে জার্মানী টানা ৫ম বারের মত ইউরোপের ১ম ছুটি যাপন দেশ হিসাবে বিবেচিত হয়েছে।
গ্লোবাল ইকোনোমিক ফোরাম এর মতে জার্মানের অবকাঠামো বিশ্বের শ্রেষ্ঠ অবকাঠামো হিসাবে বিবেচিত। জার্মানী তার ভূমি যাতায়াত ব্যবস্থাপনার জন্য বিশ্বে ৬ঠ এবং আকাশ যাতায়াত ব্যবস্থার জন্য জরিপে ৭ম স্থান দখল করেছে।
জরিপ অনুযায়ী তুলনামূলকভাবে পার্শ্ববর্তী ফ্রান্সের অবস্থান অনেকটাই নিচের দিকে। ২০১১ সালে ৩য় অবস্থানে থাকা ফ্রান্স ২০১৩ সালের জরিপে ৭ম অবস্থানে নেমে এসেছে। কিন্তু অপর দিকে গত বার ৮ম অবস্থানে থাকা স্পেইন এবার ৪র্থ স্থানে উঠে এসেছে এবং যুক্তরাজ্য ৭ম থেকে ৫ম স্থানে উন্নীত হয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, ইউরো-সংবাদ - Spain, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ