উচ্চশিক্ষার জন্য যদি জাপানে যেতে চান
১. স্নাতকের জন্য কি আবেদন করা যায়?
টোকিও ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিমুল এহসান খান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ছেন। বললেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী জাপানে স্নাতক পর্যায়ে পড়তে আসেন। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করেই জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করা যায়।’ বাংলাদেশে অবস্থিত জাপানের দূতাবাসের মাধ্যমে আবেদন করা যায়। জাপানের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়েও বৃত্তির সুযোগ আছে। আরও জানা যাবে এই ওয়েবসাইটে।
২. বৃত্তির সুযোগ কেমন?
মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে বৃত্তির পরিমাণ তুলনামূলক বেশি। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের মাস্টার্সের শিক্ষার্থী শমিত দাশগুপ্ত জানান, জনপ্রিয় বৃত্তিগুলোর মধ্যে মেক্সট বৃত্তি উল্লেখযোগ্য। গবেষণার মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব বিকাশের জন্য এ বৃত্তি দেওয়া হয়। এই কর্মসূচির অধীন বৃত্তিপ্রাপ্তদের শিক্ষার্থীদের কোনো টিউশন ফি বা ভর্তি ফি দিতে হয় না। থাকা–খাওয়ার খরচ, আসা-যাওয়ার বিমানভাড়াও বৃত্তির অন্তর্ভুক্ত। এ ছাড়া জাপানের ‘এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রাম’–এ শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়া পড়ার সুযোগ পান। জীবনধারণ, বাড়িভাড়াসহ আনুষঙ্গিক খরচ, বই এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার খরচ, চিকিৎসা বিমা, ভ্রমণের খরচ—সবই থাকে বৃত্তির আওতায়। আরেকটি জনপ্রিয় বৃত্তি হলো জাপান-বিশ্বব্যাংক বৃত্তি। এর মাধ্যমে মাস্টার্স, পিএইচডি ডিগ্রিসহ নানা প্রশিক্ষণের সুযোগ থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল ও কাজের জন্য নানা ধরনের বৃত্তি ও আর্থিক প্রণোদনা পান। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসে ই-মেইল করে এসব বৃত্তি ও ফেলোশিপের সুযোগ সম্পর্কে জানা যাবে।
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ