• ২০ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরোপিয়ান কমিশনে বেলজিয়াম বি.এন.পি’র স্বারকলিপি প্রদান

| মার্চ 12, 2013 | 0 Comments

আলম হোসেন,বেলজিয়ামঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি বেলজিয়াম শাখা দেশব্যাপি গনহত্যা ও বি.এন.পির শীর্ষ নেতৃ বৃন্দকে গ্রেফতার, তও্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ইউরোপিয়ান কমিশনে স্বারকলিপি দিয়েছে।গত ১১ই মার্চ ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের হেড অফিসে গিয়ে ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান জোসেম্যানুয়ে বারোস বরাবর ইউরোপিয়ান কমিশনের সাইথ এন্ড সাউথ ইষ্ট এশিয়া অফিসে বাংলাদেশ ডেস্কের প্রধান ডঃ জেনোভেবা হারান্দেজ উরিজ এর কাছে স্বারকলিপি হস্তান্তর করেন বেলজিয়াম বি.এন.পির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিক,যুক্তরাজ্য বিএন.পির সাবেক সভাপতি  মাহিদুর রহমান,বেলজিয়াম বি.এন.পির সহসভাপতি মনোয়ার হোসেন,খলিল ইব্রাহিম, বুরহান উদ্দিন,সাজা আহমদ,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,স্পেন বি.এন.পির সভাপতি খোরশেদ আলম মজুমদার,ডেনমার্ক সভাপতি গাজী মনির,যুক্তরাজ্য জামায়েতের আমির মাওঃআবুবক্কর মোল্লা।

স্বারকলিপিতে বলা হয়ঃ শেখ হাসিনার নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মানুষহত্যা করছে।না।বাংলাদেশের পুলিশের গুলিতে স্বরন কালের ভয়াবহ যে হত্যাযজ্ঞ ঘটেছে তা একমাত্র গণহত্যার সাথে তুলনা করা যায়।ক্ষমতাশীল সরকারের নির্যাতন,নীপিড়নে রাজনৈতিক প্রতিপক্ষতো বটেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষও অসহায়।বেপরোয়া খুন গুম চলছে।বি.এন.পির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বি.এন.পির শীর্ষ নেতৃবৃন্দকে বিনা কারণে গ্রেফতার করেছে সরকার।সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীকে গুম করে রেখেছে সরকার।সত্য প্রকাশেরদায়ে একজন সাহসি সম্পাদক মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রেখেছে দিনের পর দিন।বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপের কারণে বিচার প্রার্থীরা সঠিক বিচার থেকে বঞ্চিত।

স্বারকলিপি হস্তানতরের পর ইউরোপিয়ান কমিশনের কর্মকর্তা ডঃ জেনোভেবা হারান্দেজ উরিজ বলেন-”বাংলাদেশের পরিস্থিতির ব্যপারে ইউরোপিয়ান কমিশনের সতর্ক দৃষ্টি রয়েছে।ইউরোপিয়ান কমিশন বাংলাদেশের গনতন্ত্র ও মানবাধিকার সমুন্নত দেখতে চায়।”

স্বারকলিপি হস্তানতরের পর বিক্ষোভ সমাবেশে ও প্রতিবাদ সভায় ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বলেন-”প্রতিনিয়ত মানুষকে পাখির মত গুলি করে মারছে।বি.এন.পির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতৃবৃন্দকে পুলিশ বিনা কারনে গ্রেফতার করেছে,অবিলম্বে তাদের মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন প্রবাস থেকে শুরু করা হবে।এই প্রথম বাংলাদেশের কোন দলের কেন্দ্রিয় অফিসে প্রবেশ করে গ্রেপ্তার ও নির্যাতন করলো যা গনতন্ত্র বিরোধী।এই মূহূর্তে গণহত্যা বন্ধ না করলে ও নেতৃবৃন্দকে মুক্তি না দিলে দেশের মানুষ গণঅভূওানের মাধ্যমে প্রতিহত করবে।”

বেলজিয়াম বি.এন.পির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিকের সভাপতিত্বে ও সহসভাপতি মনোয়ার হোসেন মুন্না ও সানুর আলীর যৌত পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বি.এন.পির সাবেক সভাপতি মাহিদুর রহমান,বেলজিয়াম বি.এন.পির সহসভাপতি খলিল ইব্রাহিম,নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,স্পেন বি.এন.পির সভাপতি খোরশেদ আলম মজুমদার,ডেনমার্ক সভাপতি গাজী মনির,ফ্রান্স বি.এন.পির আহবায়ক সৈয়দ সাইফুর রহমান,বেলজিয়াম বি.এন.পির সাধারন সম্পাদক সাইদুর রহমান লিটন,দেশে থাকায় টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন বেলজিয়াম বি.এন.পির যুগ্নসম্পাদক তছু মিয়া,অর্থসম্পাদক বুরহান উদ্দিন,লুৎপুর রহমান মিলন,শ্যামল আহমদ,আমির আলী,দপ্তর সম্পাদক আলম হোসেন,আ.ন.ম মহসিন,পিয়াস হুদা,বাচ্চু।

Category: Community Belgium, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply