• ১৪ বৈশাখ ,১৪৩১,27 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশীদের স্বপ্নের স্থায়ী শহীদ মিনার।

| সেপ্টেম্বর 23, 2023 | 0 Comments
https://youtube.com/watch?v=ApgLsy8NEzE&si=FtLPbVfiLH8LiJI9

ফ্রান্স ডেস্কঃ প্যারিস তথা “ইল দো ফ্রঁস” এ বসবাসকারী বাংলাদেশীদের স্বপ্নের স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন হতে যাচ্ছে ৮ অক্টোবর ২০২৩ রবিবার বেলা ১১ টায়। প্যারিসের উপশহরে বিখ্যাত সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নির্মিত হয়েছে প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনার।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।”

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ “ইল দো ফ্রঁস” বিভাগে বসবাসরত বাংলাদেশীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি স্থায়ী শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা। এতোদিন যা তারা করে আসছিলো অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে।সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবার।

“ইল দো ফ্রঁস” বাসীর সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটতে চলেছে। এসোসিয়েশন এএসবি এর আয়োজনে উদ্যোক্তারা ২২ সেপ্টেম্বর শুক্রবার প্যারিসে অবস্থিত আয়েবার প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, প্যারিসবাসীর স্থায়ী শহীদ মিনারের স্বপ্ন পূরণের মাহেন্দ্রক্ষণ একেবারেই দ্বার প্রান্তে। প্যারিসের উপশহর সেইন সাঁ দেনীর বিশ্ববিদ্যালয়ের পাশেই আগামী ৮ অক্টোবর ২০২৩ রবিবার বেলা ১১টায় উদ্বোধন হতে যাচ্ছে প্যারিস তথা “ইল দো ফ্রঁস” বিভাগ বাসীর প্রথম স্থায়ী শহীদ মিনার।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ, উদ্যোক্তা স্বরুপ সদিউল, অর্থ সমন্বয়ক টিএম রেজা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, একুশে উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, সদস্য সচিব এমদাদুল হক স্বপনসহ প্যারিসে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্যোক্তারা জানিয়েছেন, এ উপলক্ষে আয়োজন হতে যাচ্ছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। তারা আরও জানান, এই স্থায়ী শহীদ মিনারের নির্মাণ ব্যয় ও আনুষঙ্গিক খরচ সবমিলিয়ে প্রায় ৮০(আশি) হাজার ইউরো।

উদ্যোক্তারা আশা করেন, আগামী ২০২৪ সালের ২১শে ফেব্রুয়ারী “ইল দো ফ্রঁস” সহ ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসকারী বাংলাদেশীরা এই স্থায়ী শহীদ মিনারের বেদীতে সমবেত ভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। তারা আরও আশাবাদ ব্যক্তকরেন, এর মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণের অবসান ঘটবে এবং ইল দো ফ্রঁস বাসী পাবে তাদের প্রাণের স্থায়ী শহীদ মিনার।

Category: 1stpage, Community France, Community news 1st page, Notice Board, Scroll_Head_Line, video-news, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply