• ২২ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

তুলুস হত্যাকান্ডে নিহতদের স্মরণ করছে ফ্রান্স

| মার্চ 18, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ:  রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলাদ রোববার তুলুস পরিদর্শন করেন এবং তুলুসে গত বছরের বন্দুকযুদ্ধের প্রথম বার্ষিকীতে তিনি নিহতদের স্মরণ করেন যার মধ্যে রয়েছে তিনটি ইহুদি স্কুল শিশু সহ সাতজন মানুষ যারা একজন মুসলিম চরমপন্থীর হাতে নিহত হন।

রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলাদ বলছেন, ফ্রান্স তার ইনটেলিজেন্স সমবেত করছে এ ধরনের আক্রমন প্রতিরোধের জন্য। এক বছর আগে এমনই একটি আক্রমন সংঘটিত হয় দেশের দক্ষিণে যখন একজন চরমপন্থী মুসলিম তিনটি স্কুল পড়ুয়া ইহুদি শিশু, একজন ইহুদি এবং তিনজন প্যারাশূট বাহিনীভুক্ত সৈনিকদের হত্যা করে।

তুলুস হামলার বার্ষিকীতে ওলাদ বলেন,  যেহেতু ফ্রান্স একটি আইন পাশ করেছে যা বলে, ফরাসি নাগরিকদের আসামী বিদেশে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত হবে। এমনকি যদি তারা নিজেদের দেশে কোন ধরনের অপরাধ নাও করে থাকে তবুও সে রক্ষা পাবে না।

“তুলুসের শিশুরা শুধু এই কারণে হত্যার শিকার হয়েছিল কারণ তারা ইহুদি ”- জানান ওলাদ।

তুলুসের হত্যাকান্ডের পরপরই বন্দুকবাজ মো: মেরাহ্ (২৩), পুলিশের সাথে একটি বন্দুকযুদ্ধে নিহত হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply