• ২১ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আলজিয়ার্সের যুদ্ধে নিহতদের স্মরণের তারিখ বিষয়ে বিতর্ক

| মার্চ 20, 2013 | 0 Comments

ইউরোবিডি নিউজ:  মঙ্গলবার, ফ্রান্স আলজেরিয়া যুদ্ধে মৃতদের স্মরণের প্রথম জাতীয় দিবস হিসাবে চিহ্নিত করা হয় যেদিন এ যুদ্ধে ঔপনিবেশিক শাসন শেষ হয় কিন্তু সবাই তারিখটিকে পছন্দ করেননি।

গত বছর ফ্রঁসোয়া ওলাদের সিদ্ধান্ত অনুযায়ী,  Evian  accords-এর ৫১ তম বার্ষিকীতে মৃতদের স্মরণের দিনটি ধার্য করা হয়। দিনটি প্যারিস ও স্বাধীনতা আন্দোলন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (FLN)-এর মধ্যকার সরকারী যুদ্ধবিরতির দিন।

এ তারিখের ওপর সব দল সন্তুষ্ট নয়, হার্কিসগণও তাদের অন্তর্ভুক্ত যারা মুসলিম আলজেরিয়ান ও ফ্রান্সের জন্য যারা ​​যুদ্ধ করেছে।

প্রায় ৩০,০০০ থেকে ১,৫০,০০০ হার্কিস,  FLN অথবা Lynch mobs-এর হাতে নিহত হয়েছে বলে অনুমান করা হয়।

বেঞ্জামিন স্টোরা, ‍ ইউনিভার্সিটি অব প্যারিসের আলজিয়ের্সের ইতিহাস অধ্যাপক বলেন, যুদ্ধ শেষের উত্তেজনা আজকের এই স্মরণের পরেও সমাধা হয়নি।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply