Earth hour এর প্রতি সমর্থন জানাতে আইফেল টাওয়ারের আলোকসজ্জা বন্ধ!
ইউরোবিডি নিউজঃ গ্লোবাল উষ্মতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ক্যাম্পেইন Earth hour এর অংশ হিসাবে আজ আইফেল টাওয়ারের রং বেরং আর ঝকমকে আলো ৫ মিনিটের জন্য বন্ধ থাকবে।
আইফেল টাওয়ার সহ ফ্রান্সের প্রায় ৪০০ মনুমেন্ট এই বিশেষ আয়োজনে অংশ নিবে।২৩ মার্চ শনিবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে ফ্রান্সের মনুমেন্ট গুলো এই বিশেষ আয়োজনে অংশ গ্রহন করবে। নিরাপত্বা জনিত কারণে আইফেল টাওয়ারের বাতি ৫মিনিট বন্ধ থাকলেও ”নটরডেম” এবং ”আর্ক দো ত্রিম্ফ” সহ ফ্রান্সের অন্য সকল মনুমেন্টের বাতি পুরোপুরি ১ ঘন্টার জন্য বন্ধ থাকবে।
ফ্রান্সের ১০০ টিরও বেশী শহরে একই ধরনের পদক্ষেপ গ্রহণ কর হবে। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গ বলেছে তারা এই ১ ঘন্টায় প্রায় ৬৭২ কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে সমর্থ হবে।
এই ইভেন্টটি যৌথ ভাবে আয়োজন করেছে ”ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড” এবং বিজ্ঞাপন সংস্থা ”লিও বার্নেট”। ২০০৭ সালে অস্ট্রেলিয়ায় প্রথম এই ইভেন্ট আয়োজন করা হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করে ছিলো।
”ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড” এর প্রেসিডেন্ট ‘ইজাবেল অতিসিয়ে’ বলেন, এটি শুধুমাত্র কয়েক কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপার নয়।
তিনি বলেন,- “আমাদের বার্তা এই নয় যে আপনি ১ ঘন্টা বাতি নিভিয়ে রাখলেন আর একটা পরবির্তন হয়ে গেল কিন্তু আমাদের বার্তা হল বর্তমানে বিশ্ব জলবায়ুর পরিবর্তনই বিশ্বের মানুষের প্রধান সমস্যা।এটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং তারা রাজনীতিবিদদের এটা বলতে চায়।আপনি নিজে পরিবর্তন হতে পারেন আপনার জীবন যাপন পদ্ধতির পরিবর্তন করতে পারেন কিন্তু আপনাকে সাথে সাথে গ্লোবাল পর্যায়েও পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে।”
গত বছর এই ইভেন্টে ফ্রান্সের প্রায় ১২ মিলিয়ন মানুষ অংশ নিয়ে ছিলেন।
বিশ্বে অন্যান্য দেশের পাশাপাশি মস্কোর “ক্রেমলিন” এবং আমেরিকার “এম্পেয়ার স্ট্যাট বিল্ডিং” মনুমেন্টও এই আয়োজনে অংশ গ্রহণ করবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ