• ৩০ বৈশাখ ,১৪৩১,13 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মিয়ানমারে ৫০ বছর পর বেসরকারি পত্রিকার যাত্রা শুরু

| এপ্রিল 2, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: মিয়ানমারে প্রায় ৫০ বছর পর গতকাল সোমবার থেকে বেসরকারি উদ্যোগে প্রকাশিত দৈনিক পত্রিকা যাত্রা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১৬টি বেসরকারি মালিকানাধীন পত্রিকা প্রকাশের জন্য অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে চারটি পত্রিকা গতকাল থেকেই প্রকাশ শুরু হয়েছে।
গত ডিসেম্বরে মিয়ানমারের সরকার ঘোষণা দেয়, চলতি বছরের ১ এপ্রিল থেকে বেসরকারিভাবে পত্রিকা প্রকাশ শুরু হবে। এরই অংশ হিসেবে গতকাল চারটি পত্রিকা যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে দেশটিতে সরকারি পত্রিকার একচেটিয়া ব্যবসা শেষ হতে যাচ্ছে।
১৯৬৪ সালে মিয়ানমারে সামরিক শাসনের অভ্যুত্থানের পর দেশটিতে সব ধরনের বেসরকারি পত্রিকা নিষিদ্ধ করা হয়।
সেই থেকে এখন পর্যন্ত মিয়ানমারের সাংবাদিকদের নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্যে কাজ করতে হচ্ছে। নিষেধাজ্ঞার অংশ হিসেবে সরকারি নিয়ন্ত্রণের অধীনে প্রতিবেদন তৈরি করতে হয়। অনেক সাংবাদিককে নিপীড়ন-নির্যাতন এমনকি কারাভোগও করতে হয়। তবে গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্ট থেইন সেইন সরকার জানায়, এখন থেকে আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অধীনে কাজ করার বাধ্যবাধকতা থাকবে না।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply