• ১৯ বৈশাখ ,১৪৩১,02 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

Cahuzac এর দূর্নামের পর এবার ফ্রান্সের মন্ত্রীদের সম্পত্বির হিসাব হচ্ছে!

| এপ্রিল 9, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের সমাজতান্ত্রীক সরকার তার মন্ত্রী পরিষদের সবাইকে তাদের ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সব সম্পত্ত্বির হিসাব জনগনের সম্মুক্ষে ১৫ই এপ্রিল ২০১৩ এর মধ্যে তুলে দরার  আহ্বান করেছেন, ফ্রান্সের  ট্রান্সপারেন্সি সুবিধা বৃদ্ধির জন্য ।এর কারণ হলো সাবেক বাজেট মন্ত্রীর অর্থকেলেঙ্কারি ও সুইস্ ব্যাংকে গোপন একাউন্ট, যা কি না গত সপ্তাহে ফলাও করে প্রকাশ হয়েছে মিডিয়া ও পত্র-পত্রিকাগুলো।ফ্রান্সের মন্ত্রীসভার প্রায় ৩৮ জন মন্ত্রী তাদের সম্পত্ত্বির হিসাব দিতে হবে।সরকার আইনের মাধ্যমে মন্ত্রীদের মাঝে ও উচ্চ সরকারি চাকুরিজীবীদের অর্থনৈতীক লেনদেনের একটি খসড়া ২৪ এপ্রিলের মধ্যে দিবেন, এই গ্রীষ্মে এ খসড়া চূড়ান্ত করা হবে, এক বিবৃতিতে বল্লেন ফ্রান্সের প্রধানমন্ত্রী Jean-Marc Ayrault । বর্তমান রাষ্ট্রপতি Francois Hollande’ এর সরকার প্রাক্তন বাজেট মন্ত্রী Jérôme Cahuzac এর কর ফাঁকির কারনে এ আইন করা হল। Ayrault বল্লেন এই বিবৃতির উপর ভিত্তি করে আগামী বুধবার মন্ত্রীদের সাথে বৈঠক করা হবে এবং কিভাবে ফ্রান্সের অর্থনৈতীক লেনদেন শক্তিশালী করা যায় সে ব্যাপারে আলোচনা করা হবে।তিনি আরও বলেন কর ফাঁকি ও অর্থের দূর্নিতির শাস্তি হবে কঠোর যা কি না অর্থনৈতীক আইনের মাধ্যমে কার্য়কর করা হবে। সমালোচকরা ওঁলাদ সরকার ও তার মন্ত্রীদের আলোচনা-সমালোচনা করছেন কেননা ওঁলাদ সরকার ও তার মন্ত্রীরা Cahuzac’ এর পক্ষপাতিত্ব করে বিষয়টিকে ধামাচাপা দিতে চেয়েছেন।অনেকে মন্ত্রীসভার রদবদলের কথাও বলেছেন কিন্তু তা শেষপর্যন্ত Hollande এবং Ayrault দ্বারা প্রত্যাক্ষিত হয়।ওঁলাদের কোষাধ্যক্ষ বিদ্রুপ জানায় কর নিয়ে কারণ তার ফ্রান্সের নামকরা দুটো কম্পানির সাথে কর নিয়ে ভেজাল আছে।ফ্রান্স সরকার শেষমেষ এবার গোটা ইউরোপ জুড়ে কঠিন পদক্ষেপ নিচ্ছেন ব্যাংক বীমা ও অর্থ লেনদেনের ক্ষেত্রে যাতে করে Cahuzac এর মত আর কেউ সরকারি ইনকাম ট্যাক্স নিয়ে দূর্নিতি করতে না পারে। এ আইন সমগ্র ইউরোপ মহাদেশে বলবত্ থাকবে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply