• ২১ কার্তিক ,১৪৩১,06 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নিন্মমানের ইনকাম ট্যাক্স নির্মূল করার অঙ্গীকার রাস্ট্রপতি ওঁলাদের!

| এপ্রিল 10, 2013 | 0 Comments

 

ইউরো সংবাদ:-

ফ্রান্সের রাষ্ট্রপতি François Hollande অঙ্গীকার করেছেন তার সরকার ইনকাম ট্যাক্স সম্পর্কে সকল ধরনের পদক্ষেপ নিবে সমগ্র ইউরোপ ও গোটা বিশ্ব জুড়ে এর কারণ হল সাবেক বাজেট মন্ত্রীর কর নিয়ে দূর্নীতি। ফ্রান্সের ব্যাংকগুলো বহির্বিশ্বের সঙ্গে যত লেনদেন আছে তার একটি নথিপত্র সরকারকে প্রদান করবে। এ কথা বল্রেন খোদ রাষ্ট্রপতি ওঁলাদ নিজেই। ওঁলাদ বলেন বিশ্রামহীন যুদ্ধ করে যাওয়া হবে অতিরিক্ত টাকা , লোভ এবং গোপনীয় অর্থ লেনদেনের ক্ষেত্রে তিনি আরও বলেন চাকুরী টিকিয়ে রাখতে হলে নিন্ম কর প্রদানকে ধ্বংস করা হবে এটা ওঁলাদের অঙ্গীকার।

ওঁলাদ বলেন ফ্রান্স ব্যাংকগুলো প্রত্যেক বছর তাদের বাত্সরিক লেনদেনের একটি তালিকা জনগনের সামনে তুলে ধরবে। এ লেনদেন বিশ্বের যে দেশের সাথেই হোক না কেন।কর  ফাঁকি বন্ধের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং শেষ অবধি বড় সরকারি প্রতিষ্ঠানগুলো লড়াই করে যাবে।বাজেট মন্ত্রীর গোপন সুইস ব্যাংক একাউন্টের কর ফাঁকির জন্য সমগ্র মন্ত্রী পরিষদের অর্থের হিসাব নিকাশ চলছে এবং এর জন্য দূর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতি ওঁলাদ অর্থমন্ত্রীকে অনৈতিক আক্রমনের জন্য অনুতপ্ত, যার ঘটনা হল বাজেটমন্ত্রী কে ঘিরে,ওঁলাদ বলেন আমার অর্থনীতিতে কোনও বিরুপ প্রতিক্রিয়া পড়েনি অনেক মন্ত্রীর বিদ্রোহ সত্ত্বেও এবং তিনি জেদের সাথেই বলেন এটা কোন অষ্টারিটি পন্থা না।

 

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply