ফ্রান্স সহ সারা বিশ্বে আন্তর্জাতিক মে দিবস পালিত
ইউরো সংবাদ: ফ্রান্সের বিভিন্ন স্থানে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আজ রেলি বের করা হয়। কিন্তু এই প্রথম পাঁচ বছরে ফ্রান্সে পৃথকভাবে শ্রমিক দিবস পালিত হচ্ছে এর কারণ হল সাম্প্রতিক সময়ের নুতন শ্রমিক আইন নিয়ে মনমালিন্য। এটা হচ্ছে ফ্রাঁসোয়া ওলাদের সরকারের আমলে প্রথম শ্রমিক মিছিল,অতীতে ফ্রান্সের পাঁচটি বড় শ্রমিক সংঘের মধ্যে বৃহত্ দুটি সংঘ সিজিটি এবং সিএফডি সাবেক রাষ্ট্পতি নিকোলাস সারকোজির বিরুদ্ধে মিছিল করে।
ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়।
নিম্নমানের মজুরি ও নিম্নমানের কর্মক্ষেত্র এর বিরুদ্ধে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় ১০,০০০ শ্রমিক বিক্ষোভ মিছিল করে এবং গত সপ্তাহে ৪০০ এরও অধিক গার্মেন্ট ফ্যাক্টরী শ্রমিক মৃত্যুর তীব্র প্রতিবাদ জানায়।অন্যদিকে তুর্কীর ইস্তাম্ভুলে পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। গ্রীসের বড় দুটি শ্রমিক ইউনিয়ন ২৪ ঘন্টার সাধারণ হরতাল ডেকেছেন।স্পেইনে ৮০ টি রেলি দেশের বিভিন্ন জায়গায বের করা হয় এতে বেকারত্ব এর প্রতিবাদে বিক্ষোভ করা হয়। দেশটিতে বেকারত্ব প্রায় ২৭%। এদিকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রায় ৫৫,০০০ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। পুলিশ জানায় এটা বছরের সেরা মে রেলি।সেনেগালের রাজধানী ঢাকারে স্টেডিয়ামে দেশের বড় শ্রমিক সংঘ মে দিবস সম্মেলনে অংশনেয়। এটা হচ্ছে দেশটির ইতিহাসে প্রথম শ্রমিক বিক্ষোভ।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ