পূর্ব-ফ্রান্সে ভারীবর্ষনের ফলে আঘাত হানে বন্যা !!!
ইউরো সংবাদ:-
পূর্ব-ফ্রান্সে শুক্রবার বন্যা আঘাত হানে, উদ্ধারকর্মীরা বার্গান্ডির বাড়ী-ঘর খালি করেন এবং নদীর বাঁধ ভাঙ্গার কারণে গাড়ীতে আটকা পড়া তিন ব্যক্তিকে উদ্ধার করেন।আশা করা হচ্ছে এ নিম্ন জলাশয় শনিবার অবধি থাকবে। নদীর পানি উচ্চমাত্রায় উপচে পড়ায় পূর্ব বার্গান্ডি শহরের ডিজন এলাকা বন্যার পানিতে তলিয়ে পড়ে শনিবার সকালে, সরকার ঘোষণা দিয়েছেন ঐ এলাকার সব বাড়ীঘর খালি করার জন্য।আবহাওয়াবিদরা সাতটি এলাকায় এই শনিবার সতর্ক সংকেত দিয়েছেন এরমধ্যে বার্গান্ডিও রয়েছে।অধিকন্তু দেশটির দক্ষিণ এরিয়ায় ভারীবর্ষণের ফলে রহনি আল্পস এলাকায় গত মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে।শুক্রবার মাসের সেরা বর্ষণ হয়েছে একটানা ১২ ঘন্টা এবং উদ্ধারকারীদের ২১০ বারেরও বেশী ডেকে আনা হয়েছে।প্রায় শতখানেক লোক বাড়ীর কাছে ছিলেন তারা বন্যাকে ভয় পাচ্ছিলেন,দমকলবাহিনী তিনজন লোককে গাড়ীতে আটকে থাকা অবস্থা থেকে মুক্ত করেন।ডিজন ও তার আশেপাশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়, কেননা যখন সেভেনি নদীর বাঁধ ভেঙ্গে যায় তখন অনেক রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়,লিয়নে ফেরী চলাচল বন্ধ কেননা চাওনি নদীর পানি ব্রীজের উপর দিয়ে প্লাবিত হয়েছে।আশা করা হচ্ছে পানি এ সপ্তাহে হটি-মার্নিতে আরও বাড়তে পারে, এবং ভয়ংকর বন্যা হতে পারে।সরকারি সূত্রে জানা যায় দূর্য়োগমন্ত্রী ম্যানুয়েল ভলস কোটেডর এর বন্যা অবস্থা গভীর মনযোগের সাথে খেয়াল করছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ