• ১৬ বৈশাখ ,১৪৩১,29 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আইএমএফের প্রথম নারী প্রধান ক্রিস্টিন লগার্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

| মে 25, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান ক্রিস্টিন লগার্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে, তিনি যখন ফরাসি অর্থমন্ত্রী ছিলেন তখন এক কুখ্যাত ধনকুবেরকে রাষ্ট্রীয় অর্থ দেয়ার সঙ্গে জড়িত থাকতে পারেন। এ বিষয়ে ফরাসি প্রসিকিউটররা গতকাল দ্বিতীয় দিনের মতো তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, তাকে বৃহস্পতিবার প্রথম দফায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন প্রসিকিউটররা। তারা জানতে চান, বিতর্কিত ব্যবসায়ী বার্নার্ড তাপিয়েকে ২০০৭ সালে ৫১ কোটি ৫০ লাখ অর্থ দেয়ার সঙ্গে তিনি জড়িত কিনা। ক্রিস্টিন লগার্ড বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের অন্যতম। তিনি মার্জিত পোশাক পরা, বুদ্ধিদীপ্ত ভাবে কথা বলা ও নিজস্ব স্টাইলের জন্য অনেক মানুষের ভালবাসা পেয়েছেন। তিনি ফ্রান্সের প্রথম নারী অর্থমন্ত্রীও। গতকাল আদালতে আসার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা এবং ভাব বিনিময় করেন। তবে কোন মন্তব্য করেননি। তিনি এখন আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান। এ সংস্থায়ও প্রথম নারী হিসেবে তিনি অধিষ্ঠিত। কিন্তু তার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনি হবেন আইএমএফের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার অব্যবহিত আগে এ পদে ছিলেন তারই পূর্বসূরি ডমিনিক স্ত্রস কান। নিউ ইয়র্কের একটি হোটেলের পরিচারিকাকে হয়রানি করার অভিযোগে তিনি পদ ছাড়তে বাধ্য হন। তবে এবার ক্রিস্টিন লগার্ডকে সমর্থন দিয়েছে আইএমএফ। তাদের নির্বাহী পরিচালনা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে। সেখানে সবাই তার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কার্যকর ক্ষমতা ও তার দায়িত্ব পালনের প্রশংসা করেছে। তদন্তকারীরা বলছেন, সাবেক রাজনীতিক ও ব্যবসায়ী বার্নার্ড তাপিয়ে ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক ডি মারসেইলির প্রেসিডেন্ট থাকাকালে ম্যাচ ফিক্সিংয়ের কারণে জেলে গিয়েছিলেন। ক্রিস্টিন লগার্ডের বিরুদ্ধে মামলার তদন্তকারীদের সন্দেহ ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক সহায়তা দেয়ার জন্য তাপিয়ে ওই অর্থ নিয়েছিলেন সরকারের কাছ থেকে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply