• ১৬ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

লন্ডনের পর এবার ফ্রান্সের La Défense-এ এক ফরাসি সেনা ছুরিকাহত

| মে 26, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে লন্ডনে এক ব্রিটিশ সেনা নিহত হওয়ার পর এবার এক ফরাসি সেনা ছুরিকাহত হয়েছেন। তার ঘাড়ে আঘাত লেগেছে।

শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমের একটি বাণিজ্যিক এলাকা La Défense এ তাকে ছুরিকাঘাত করা হয়।
এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। ওই ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আহত ২৩ বছর বয়সী ওই সেনা ফরাসি সন্ত্রাসবিরোধী ভিজিপাইরেট দলের সদস্য। সেনা পোশাকে আরও দুই সেনাসহ টহলরত অবস্থায় পেছন দিক থেকে তার ওপর হামলা চালানো হয়। সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘাড়ের আঘাত থেকে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি আশঙ্কামুক্ত বলে হাসাপাতাল সূত্র জানিয়েছে। তার নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন, ভিডিও ফুটেজে হামলাকারীকে লম্বা ও দাড়িওয়ালা বলে দেখা গেছে, যার বয়স আনুমানিক ৩৫ বছর। আরবীয় পোশাক পরা ওই হামলাকারীকে উত্তর আফ্রিকীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।

হামলা সম্পর্কে ইথিওপিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ওলাদ, আদ্দিস আবাবা থেকে এক মন্তব্যে জানিয়েছেন, হামলাকারীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে হামলাকারীর পরিচয় বা হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।

‘হামলার প্রকৃত পরিস্থিতি বা হামলাকারীর পরিচয় আমরা এখনও জানি না; কিন্তু সম্ভাব্য সবকিছুই আমরা খতিয়ে দেখছি’—বলেন তিনি।

মাত্র তিন দিন আগে লন্ডনের রাস্তায় আফ্রিকীয় বংশোদ্ভূত দুই হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে এক ব্রিটিশ সেনা নিহত হয়। মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার প্রতিশোধ নিতে ওই ব্রিটিশ সেনাকে হত্যা করা হয়েছে বলে হামলাকারীরা জানিয়েছেন।

প্যারিসের কাছাকাছি ফরাসি সেনাদের ওপর হামলাও ওই ঘটনার ধারাবাহিকতা বলে ধারণা করা হচ্ছে। এক টেলিভিশন সাক্ষাত্কারে হামলা দুটি একই ধরনের দিকে ইঙ্গিত করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভাল।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply