• ১৩ বৈশাখ ,১৪৩১,26 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের লিগ্যাল নোটিশ!

| মে 28, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ হুমায়ুন আহমেদের শেষ দিনগুলি’ বইয়ের লেখক ও প্রকাশককে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন জনপ্রিয় এ কথাসাহিত্যিকের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বইটিতে আপত্তিকর ও অনেক ভুল তথ্য রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। নিউইয়র্কে বই বিক্রি ও প্রকাশনা প্রতিষ্ঠান মুক্তধারার অন্যতম কর্ণধার বিশ্বজিৎ সাহা বইটির লেখক। প্রকাশক ঢাকার বাংলাপ্রকাশের প্রকৌশলী মো. মেহেদী হাসান। চলতি বছর অমর একুশে বইমেলায় এটি প্রকাশিত হয়। মেহের আফরোজ শাওন গত ২২ মে এ দুজন বরাবর আইন পরামর্শকের মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠান। নিউইয়র্ক প্রবাসী বিশ্বজিৎ সাহা ইতোমধ্যে নোটিসের কপি গ্রহণও করেছেন। বইটিতে হুমায়ূন আহমেদের চিকিৎসায় অবহেলা করা হয়েছে উল্লেখ করে এ জন্য মেহের আফরোজ শাওন ও অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলামকে দায়ী করা হয়। লিগ্যাল নোটিসে বলা হয়, বইটির বিভিন্ন অংশে উলি্লখিত তথ্য সঠিক নয়, যা প্রয়াত লেখক ও তার স্ত্রী প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী শাওনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। শাওন বাজারে ছাড়া বইয়ের সব অবিক্রীত কপি, পাণ্ডুলিপি ধ্বংস এবং ওয়েবসাইট থেকেও তুলে নিতে বলেছেন।

নোটিস গ্রহণের ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নতুবা দেশে ও যুক্তরাষ্ট্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২ মে বিশ্বজিৎ সাহা বরাবর একটি চিঠি পাঠান বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তারা বইটির অসঙ্গতি নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন। পরে বিশ্বজিৎ সাহা বইটিতে কী কী আপত্তিকর বিষয় আছে, তা জানতে চেয়ে তাদের কাছে চিঠি পাঠান। তারও জবাব দেন তারা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে লেখক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানও রয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে এতে মোট ৪০টি পয়েন্টে বইয়ের অসঙ্গতি তুলে ধরে সংশোধনের আহবান জানান তারা। শিক্ষাবিদ ও লেখক ড. আনিসুজ্জামান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনসহ নয়জনকে অনুলিপি পাঠানো হয় ওই চিঠির। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে হুমায়ূন আহমেদ গত বছর ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। মেহের আফরোজ শাওন চিকিৎসাকালীন দীর্ঘ সময় দুই সন্তান নিয়ে তার সঙ্গে ছিলেন।

সুত্রঃ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (ফেসবুক)। 

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, শিল্প-সাহিত্য, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply