• ৫ জ্যৈষ্ঠ ,১৪৩১,19 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরোপের নতুন ভয়াবহ বেকার সংখ্যা!

| জুন 4, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ শুক্রবার ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা, ইউরোস্ট্যাটের রিপোর্ট অনুযায়ী, ইউরোজোন বেকারত্বের নতুন উচ্চতায় পৌঁছেছে।

এর আগে দিন,  তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ ইটালিতে বছরের প্রথম চতুর্থাংশে বেকারত্বের হার দাঁড়িয়েছে, ১২.৮ শতাংশে যা, গত ৩৬ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার। এদিকে, যুব-বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪০.৫ শতাংশে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বেকারত্বের হার।

এখানে ভীতিকর কিছু বেকার পরিসংখ্যান উল্লেখ করা হল:

২৭ সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ২৬ মিলিয়নেরও বেশি মানুষ বেকার।

১৭টি দেশ বিশিষ্ট ইউরোজোনে ১৯ মিলিয়নেরও বেশি মানুষ বেকার।

-ইউরোজোন গড় বেকারত্ব: ১২.২%

ইউরোপীয় ইউনিয়ন গড় বেকারত্ব: ১১%

বেকারত্বের সর্বোচ্চ হার:

গ্রীস: ফেব্রুয়ারী ২০১৩ সালে ২৭%

স্পেন: ২৬.৮%

পর্তুগাল: ১৭.৮%

সর্বনিম্ন হার:

অস্ট্রিয়া: ৪.৯%

জার্মানি: ৫.৪%

লুক্সেমবার্গ: ৫.৬%

তুলনামূলকভাবে,  মার্কিন যুক্তরাষ্ট্রে আগের মাসে এ হার নেমে দাঁড়ায় ৭.৬ শতাংশ থেকে ৭.৫ শতাংশে।

যুব বেকারত্ব:

ইউরোজোনে যুব বেকারত্ব: জানুয়ারী, ২০১৩ সালে ২৪.৪ শতাংশে পৌঁছেছে।

ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে ২৫ অনূর্ধ্ব বয়সীদের বেকারত্ব: জানুয়ারী ২০১৩ সালে ২৩.৫ শতাংশে পৌঁছেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply