• ২৭ বৈশাখ ,১৪৩১,10 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে তিউনিসিয়াতে ৩ নারীর কারাদণ্ড

| জুন 15, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ  তিউনিসিয়াতে অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে দুইজন ফরাসি নারী ও একজন জার্মান মহিলাকে তিউনিসিয়ার একটি আদালত কারাদণ্ড দিয়েছে। গত ২৯শে মে ফিমেনের ওই ৩ নারী কর্মী এ বিতর্কিত প্রতিবাদে অংশ নেয়। ওই নারীদের ২ জন ফ্রান্স ও একজন জার্মানির নাগরিক। তাদের নাম জোসেফাইন, পলিন ও মার্গারিট বলে জানা গেছে। অপর এক ফিমেন কর্মী আমিনার পক্ষে সমর্থন জানাতে তারা এ ধরনের প্রতিবাদে অংশ নেয়। তিউনিসিয়ার বিচার মন্ত্রণালয় ওই অর্ধ-বিবস্ত্র প্রতিবাদের মূল লক্ষ্য হওয়ায় গত বুধবার আদালতের এক রায়ে তাদের প্রত্যেককে ৪ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। আমিনা ইসলামের বিরোধিতা করে টপলেস প্রতিবাদ প্রদর্শন করায় গত ১৯শে মে তাকে গ্রেপ্তার করা হয়।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply