• ২২ বৈশাখ ,১৪৩১,06 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে ইউনেস্কো সদর দপ্তরে বিবি রাসেলের ফ্যাশন শো অনুষ্ঠিত

| জুন 29, 2013 | 0 Comments

 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: শিল্প ও নকশার মধ্য দিয়ে বাংলার ঐতিহ্যকে সংরক্ষণ, বৈচিত্র্য আর সৃজনশীলতার প্রসার ঘটানো যার নেশা আর শখ, গ্রামের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যার নিঃশ্বাস-বিশ্বাসে মিশে গেছে, নারী শক্তিকে জাগিয়ে তোলার চিন্তা-চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যার অক্লান্ত ছুটে চলা, সেই ‘আইকনের’ নাম বিবি রাসেল। বিবি রাসেল ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা হিসেবে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতের কাপড় এবং ডিজাইনকে আধুনিক ফ্যাশনের আঙ্গিকে উপস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বলে বক্তারা বলেন ।

 বাংলাদেশের তৈরী পোষাক শিল্পকে পৃথিবীব্যাপি পরিচিত করার লক্ষ্যে ইউনেস্কোর পুর্ন সহযোগিতায় গত ২৬ জুন প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বিবি রাসেলের ফ্যাশন শো ।ইউনেস্কো ডিরেক্টর জেনারেল ইরিনা বুকুবার সভাপতিত্বে মাইকেল টুটুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডঃ দীপু মনি,ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদুত  এম শহীদুল ইসলাম,লিনা খান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদুত ও বিদেশী কুটনৈতিকবৃন্দ।বিবি রাসেলের পরিচালনায় ফ্যাশন শোতে বাংলাদেশের তৈরী পোষাক পরিধান করে ইউরোপের প্রায় ২৫ টি দেশের মডেল অংশগ্রহন করে।প্যারিসের স্হানীয় শিল্পী রানা ও রুমেলের নেতৃত্বে বাউল গান ও নৃত্য উপস্থিত দর্শকদের মনযোগ আকর্ষন করে।    বিবি রাসেল তার স্বাগত বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা  ও ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বলেন,  প্রায় হারাতে বসা দেশীয় তাঁত পণ্যকে দেশে এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ফ্যাশন দরবারে তুলে ধরতে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply