• ২০ বৈশাখ ,১৪৩১,04 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

তিনটি চরম ডানপন্থী দলকে নিষিদ্ধ ঘোষণা করলো ফ্রান্স

| জুলাই 11, 2013 | 0 Comments

Troisième Voie - এর নেতা Serge Ayoub

ইউরোবিডি২৪নিউজঃ গত মাসে ফ্যাসিবাদী বিরোধী কর্মী Clement Méric- এর হত্যাকাণ্ডের পর  ফরাসি সরকার তিনটি চরম ডানপন্থী দল নিষিদ্ধ করেছে ফ্রান্স।

সরকারি মুখপাত্র Najat Vallaud-Belkacem বুধবার ঘোষণা করেন,  Troisième Voie, Jeunesses Nationalistes Révolutionnnaires এবং Envie de Rêver নামক সংগঠন তিনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ তাদের মধ্যে “মিলিশিয়া বৈশিষ্ট্য” রয়েছে  এবং তারা জাতিগত ঘৃণার উদ্রেক করে।

ঐ তিনটি গ্রুপের সমর্থকদের মধ্যে কয়েকজন Méric- এর হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদের নেতৃত্ব দেন চরম ডানপন্থী কর্মী Serge Ayoub, যিনি সাধারণত “Batskin” নামে পরিচিত।

Méric- মামলার প্রধান সন্দেহভাজন Esteban Morillo, যথাক্রমে Troisième Voie এবং Jeunesses Nationalistes Révolutionnnaires নামক দুটি সংগঠনের সঙ্গে জড়িত ছিল।

Serge Ayoub বুধবার বলেন, তিনি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করবেন এবং তিনি আরও বলেন, এটি “ক্ষমতার অপব্যবহার”।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply