• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ছেলে ফিলিপের কাছে সিংহাসন হস্তান্তর করেছেন বেলজিয়ামের রাজা

| জুলাই 22, 2013 | 0 Comments
ইউরো সংবাদ: বেলজিয়ামের রাজা দ্বিতীয় অ্যালবার্ট সিংহাসন ত্যাগ করেছেন।
রোববার আনুষ্ঠানিকভাবে তার ছেলে ও সিংহাসনের উত্তরাধীকারী যুবরাজ ফিলিপের কাছে সিংহাসন হস্তান্তর করেছেন তিনি।
কুড়ি বছর রাজত্ব চালানোর পর ৭৯ বছর বয়সী রাজা অ্যালবার্ট  রোববার জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন (বিবিসি)।
এর আগে চলতি মাসের গোড়ার দিকে স্বাস্থ্যগত কারণে দায়িত্ব আর পালন করতে পারছেন না বলে জানান রাজা অ্যালবার্ট।
রোববার রাজধানী ব্রাসেলসে সিংহাসন হস্তান্তর ও অব্যাহতি গ্রহণ অনুষ্ঠানে নিজের দেয়া শেষ ভাষণে ৫৩ বছর বয়সী সন্তান ও নব-মনোনীত রাজা ফিলিপকে সমর্থন দিতে দেশবাসীর প্রতি ‍আহবান জানান আলবার্ট।
যুবরাজ ফিলিপ বেলজিয়ামের বিমানবাহিনীর একজন পাইলট। তিনি অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।
ইউরোপের প্রেরণার উৎস হয়ে থাকতে বেলজিয়ামের জন্য শুভ কামনা করে আলবার্ট তার শেষ ভাষণে বলেন, “আমি সবসময় চেয়েছি ফ্লেমিশভাষী উত্তরাঞ্চল ও ফরাসি দক্ষিণাঞ্চলের মধ্যে বিভক্তি না থাকুক।”
তবে যেকোনো ধরনের সংকট-বিভক্তি কাটিয়ে বেলজিয়াম এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাজা আলবার্ট।
বেলজিয়ামে রাজতন্ত্র থাকলেও রাজার ভূমিকা মূলত, আনুষ্ঠানিক।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply