• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

| জুলাই 22, 2013 | 0 Comments

 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: গত ২১ জুলাই ফ্রান্সের প্যারিসে শিল্পী সাহাবউদ্দিনের বাসভবনে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

পৃষ্ঠপোষক এম এ কাশেমের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা শিল্পী সাহাবউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল, অধ্যাপক আলম অপু, আনোয়ার হোসেন প্রমুখ।শিল্পী সাহাবউদ্দিনকে প্রধান উপদেষ্টা কামরুল হাসানকে সভাপতি অধ্যাপক আলম অপুকে সাধারন সম্পাদক করে ৬১টি সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন এম এ কাশেম।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর উপর স্মৃতি চারন করে বলেন যার জন্ম না হলে বাঙ্গালী জাতীর জন্ম হতো না। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে হয়তো আজ আমরা প্যারিসে আসতে পারতাম না। পাসপোর্ট বিহীন নাগরিক হিসাবে দেশে পচেঁ গলে মরতাম। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতীর শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন তার দীর্ঘ বক্তব্যে বঙ্গবন্ধুর সংস্পর্ষে থাকা জীবনের বিভিন্ন মূল্যবান মূহর্ত গুলো তুলে ধরেন। তিনি তার মুক্তিযুদ্ধকালীন ক্যাম্পের কথাও স্মৃতিচারন করেন।

বঙ্গবন্ধু পরিষদকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে প্যারিসে অবস্থানরত বাঙ্গালীদের দলমতের উর্দ্বে থেকে বঙ্গবন্ধু প্রেমীদের খুজে বের করে এই পরিষদের আওতায় আনার জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদককে নির্দেশনা দেন।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply