• ৫ জ্যৈষ্ঠ ,১৪৩১,19 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

এমপি রনির ঈদ কাটবে জেলে,শুনানি ১৩ আগস্ট

| জুলাই 28, 2013 | 0 Comments

দেশের খবর: ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধর করে গুরুতর জখম ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি ঈদের আগে মুক্তি পাচ্ছেন না। ঢাকা মহানগর দায়রা আদালতে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করায় এটা নিশ্চিত হওয়া গেছে।

গতকাল রবিবার আইনজীবী কবির হোসেইন সংসদ সদস্য রনির পক্ষে জামিনের আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক ১৩ আগস্ট চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন। রনির আরেক আইনজীবী আবদুল্লাহ আল মনসুর শুনানির সময় ঈদের আগে তারিখ নির্ধারণের অনুরোধ করেন। বিচারককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি এ সপ্তাহে একটি তারিখ নির্ধারণ করবেন বলে আমরা আশা করি। আপনি জামিন মঞ্জুর না করলেও আসামি যাতে উচ্চ আদালতে যেতে পারেন, সেই সুযোগ চাই আমরা। সুপ্রিম কোর্ট ১ আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই এর আগে আমরা সেখানে আবেদন করতে চাই।’

জবাবে আদালত বলেন, ‘স্বাভাবিক নিয়মেই তারিখ নির্ধারণ করা হবে। অন্যান্য মামলায়ও একই ধরনের তারিখ নির্ধারণ করা হচ্ছে। এই মামলার তারিখ আগে নির্ধারণ করলে সমালোচনা হবে।’ এ সময় রনির আইনজীবী কবির হোসেইন বলেন, ‘ঈদের পর পরই সংসদ অধিবেশন বসতে পারে। আসামি একজন সংসদ সদস্য। তাঁকে সংসদের অধিবেশনে যোগ দিতে হবে।’ আদালত বলেন, ‘১৩ আগস্টের আগে সংসদ অধিবেশন শুরু হলে আদালতকে জানাবেন। তখন বিবেচনা করা হবে।’

এরপর আসামিপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের জানান, ১৩ আগস্টের আগে আর শুনানি হচ্ছে না। ওই দিনই মহানগর দায়রা জজ আদালতে শুনানি হবে। আইনজীবী আবদুল্লাহ আল মনসুর কালের কণ্ঠকে বলেন, ‘এটা বলা যায়- ঈদের আগে সংসদ সদস্য গোলাম মাওলা রনি মুক্তি পাচ্ছেন না’। অ্যাডভোকেট কবির হোসেইন বলেন, ঈদের পর যেহেতু জামিন আবেদনের শুনানি, সেহেতু আগে মুক্তি পাওয়ার প্রশ্নই আসে না। তবে ঈদের আগে শুনানির তারিখ পুনর্নির্ধারণের জন্য আরেক দফা আবেদন করা হবে। আদালত ওই আবেদন গ্রহণ করলে ঈদের আগেই শুনানি হতে পারে। সে ক্ষেত্রে মুক্তির বিষয়টি আদালতের মর্জির ওপর নির্ভর করছে।

Category: 1stpage, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply