অবশেষে স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দিল রাশিয়া
ইউরো সংবাদ: সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। এরইমধ্যে শেরেমেটিয়েভো বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা ছেড়ে মস্কোয় ঢুকেছেন তিনি। গত জুন মাসের ২৩ তারিখ থেকে তিনি মস্কোর এ বিমানবন্দরে আটকা পড়েছিলেন।
স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা আজ (বৃহস্পতিবার) এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশিয়া স্নোডেনকে এক বছরের জন্য রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
স্নোডেন সাধারণ ট্যাক্সিতে করেই বিমানবন্দর ছেড়ে গেছেন এবং এ সময় কেউ তার সঙ্গে ছিল না। অবশ্য, স্নোডেন কোথায় গেছেন তা প্রকাশ করেননি কুচেরেনা। স্নোডেনকে ধরার জন্য বিশ্বে সবচেয়ে বেশি পাঁয়তারা চলছে উল্লেখ করে আইনজীবী কুচেরেনা আরো বলেন, তার জন্য নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
গত মে মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএ’র টেলিফোন ও ইন্টারনেটে ব্যাপক আড়িপাতার ঘটনা ফাঁস করে দেন ৩০ বছর বয়সী স্নোডেন। চাঞ্চল্যকর এসব তথ্য ফাঁস করার পর তিনি হংকংয়ে চলে যান এবং সেখানে আত্মগোপন করেন। দেশ থেকে তিনি বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার তথ্য ফাঁস করার খবর মার্কিন প্রশাসন জানতে পারেনি।
এরপর স্নোডেনকে ধরতে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সরকারি সম্পত্তি তছরুপের কয়েকটি অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করে আমেরিকা। তাকে ফিরিয়ে দেয়ার জন্য হংকংয়ের ওপর চাপও সৃষ্টি করে ওয়াশিংটন। এ অবস্থায় তিনি হংকং থেকে মস্কো চলে যান এবং ওয়াশিংটন তার পাসপোর্ট বাতিল করে দেয়।#
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ