• ২১ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বৃটিশ-বাংলাদেশ চেম্বারের সেক্রেটারি সিলেটের খালেদ

| আগস্ট 6, 2013 | 0 Comments

 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বৃটেনে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিওনের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিলেটের কৃতী সন্তান সরকুম মুহাম্মদ খালেদ আহমদ (মুক্তা)। বৃটেনের বিশিষ্ট ক্যাটারিং ব্যবসায়ী, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ খালেদ পূর্ব লন্ডনের বিখ্যাত ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেডচিলি ইন্ডিয়ান কারী ক্লাব ও বি. কে. এক্সোসরিজ এর স্বত্বাধিকারী।

গত ২রা জুলাই বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মুকিম আহমদ, ডাইরেক্টর জেনারেল এম. আর. মাহতাব চৌধুরী, ফাইনান্স ডাইরেক্টর মহিব চৌধুরী, মেম্বারশিপ ডাইরেক্টর মনির আহমদসহ বৃটেনের শীর্ষ বাংলাদেশী ব্যবসায়ীদের উপস্থিতিতে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ খালেদকে সেক্রেটারী জেনারেল হিসেবে ঘোষণা দেন।

তরুণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সরকুম মুহাম্মদ খালেদ বিগত প্রায় ১৮ বছর ধরে বৃটেনে ব্যবসার পাশাপাশি সমাজসেবার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বৃটেনের মূল ধারার ফুটবল ক্লাব ‘ইনার লন্ডন ফুটবল লীগ ও সাউথ ওয়ার্ক ফুটবল ক্লাব’ এর একজন সফল ও গর্বিত স্পন্সর মুহাম্মদ খালেদ সমাজসেবার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ গত বছর ব্রিটেনের  রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হীরক জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে যোগদান করেন। বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাষ্ট্র প্রধানদের উপস্থিতিতে সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে একজন গর্বিত সিলেটি। যুক্তরাজ্যস্থ সিলেট মহানগরীর বাসিন্দাদের সংগঠন ‘সিলেট সিটি ক্লাবের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি সরকুম মুহাম্মদ খালেদ সিলেট নগরীর দরগা মহল্লায় রাজারগলির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ মরহুম সরকুম মুহাম্মদ আব্দুল কাদির (ঠাকুর মিয়া) ও মরহুমা সামছুন্নাহার (শান্তির) দ্বিতীয় পুত্র।

এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সরকুম মুহাম্মদ খালেদ বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর লন্ডন রিজিওনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ায় সিলেট সিটি ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শামসুজ্জামান সাবুল ও সেক্রেটারি বদরুল আলম খান পাপ্পু তাকে অভিনন্দন জানিয়েছেন।

Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply