ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক বানিজ্য মেলার উদ্ভোধন!
ইউরোবিডি কমিউনিটি সংবাদ গত ১৬ আগস্ট প্যারিসের মনতাইল ট্রেড সেন্টারে বাংলাদেশী প্রোডাক্টস ফ্রান্সে পরিচিত করার লক্ষ্যে ৩ দিনব্যাপি বাংলাদেশ আন্তর্জাতিক বানিজ্য মেলার শুভ উদ্ভোধন করা হয়।
মেলা আয়োজক শিকদার মোঃ শাখাওয়াত হোসেন রানার শুভেচ্ছা বক্ত্যব্যের মাধ্যমে শুরুকৃত অনুষ্ঠানের প্রথম দিনে স্টল পরিদর্শন,স্টল পরিচিতি,সাংস্কৃতীক অনুষ্টান ও প্যারিস থেকে নির্মিত ঝিলমিল প্যারিস নামক নাটক প্রদর্শিত হয়।
উল্ল্যেখ্য গত বছরে অনুষ্টিত মেলা নিয়ে নানা সমস্যা থাকলেও এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও ফরাসী নাগরিকদের উপস্থিতিতে মেলার আনুষ্ঠানিক কাজ শুরু হয়।
মেলায় বাংলাদেশ থেকে ছোট বড় মিলিয়ে প্রায় ১৬ টি স্টল স্তাপন করা হয়।মেলা আয়োজকবৃন্দ প্যারিসে অবস্থানরত সকল বাংলাদেশীদের কে মেলা ঘুরে দেখার আমন্ত্রন ও শুভেচ্ছা জানান।আগামী তিন দিন ব্যাপি এ মেলায় বাংলা সিনেমা,নাটক ও সাংস্কৃতীক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রবেশ ফি সম্পুর্ন বিনামুল্যে হওয়াতে এবার উপচেপড়া ভিড় প্রত্যাশা করছেন মেলায় আগত দর্শকবৃন্দ।আকর্ষনীয় পুরষ্কার দিয়ে সাজানো হয়েছে রাফেল ড্র । মেলায় বাংলাদেশ থেকে আগত মিম বুটিকস,রিমঝিম বুটিকস,হেভেন টাচ ডিজাইনস,নুইবিড্ডু,সাথী বুটিকস,সিয়া ওয়েব,রুজি বুটিকস,ইলমা ট্রেডিং এবং কর্পোরেশন,শাততালি বুটিক,বুলবুল শারিঘর,পেয়ারা জামধানি ওয়েবিং ফেক্টরি,শার্ক সহ বেশ কয়েকটি লোকাল কোম্পানি অংশগ্রহন করে।
Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ