• ২০ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরো এলাকার সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে

| আগস্ট 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: একাধিক সূচক অনুযায়ী ইউরো এলাকার সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে, যদিও বিপদ সংকেত এখনো কাটেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ জার্মানির স্থায়ী প্রবৃদ্ধির পূর্বাভাষ অবশ্য গোটা ইউরোপের জন্য সুখবর বয়ে আনছে৷

ইউরো এলাকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি জার্মানি সম্পর্কে আরও ইতিবাচক পূর্বাভাষ দিয়েছে জার্মান কেন্দ্রীয় ব্যাংক৷ তাদের মতে, বছরের দ্বিতীয়ার্ধেও জার্মানির প্রবৃদ্ধি অব্যাহত থাকবে৷ ফলে সার্বিকভাবে ইউরো এলাকাও উপকৃত হবে৷ তবে জার্মানির এই সাফল্যের চাবিকাঠি ইউরোপের বাইরের বাজারগুলির উন্নতির কারণে ঘটছে৷ যতদিন না প্রতিবেশী দেশগুলির উন্নতি হবে, ততদিন জার্মানিতে বিনিয়োগের মাত্রা বাড়বে না৷ তাছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যেভাবে সুদের হার রেকর্ড কম মাত্রায় রেখেছে, তার ফলেও ইউরো এলাকার অর্থনীতির উপকার হচ্ছে বলে মন্তব্য করেছে জার্মানির বুন্ডেসবাংক৷

ইউরো এলাকার নানা সূচকও সেই ইঙ্গিতই দিচ্ছে৷ যেমন ডলারের তুলনায় ইউরোর বিনিময় মূল্য স্থিতিশীল হয়েছে৷ ইউরোপে মূল্যস্ফীতির হারও কমে চলেছে৷ বন্ড বাজারেও আশার আলো দেখা যাচ্ছে৷ ঋণ সংকটের ফলে বন্ড বাজারে যে বিঘ্ন ঘটেছিল, ধীরে ধীরে তা কেটে যাচ্ছে৷ জার্মানি ও সংকটগ্রস্ত দেশগুলির মধ্যে ব্যবধানও কমে চলেছে৷

এত ইতিবাচক ইঙ্গিত সত্ত্বেও ইউরো সংকট শেষ হতে চলেছে, এমনটা বলার সময় এখনো আসেনি বলে মনে করছেন পর্যবেক্ষকেরা৷ তাঁদের মতে, এতটা আশাবাদী হবার সময় এখনো হয়ত আসেনি৷ কারণ সংকটগ্রস্ত দেশগুলি এখনো পুরোপুরি নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না৷ এতকাল বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারি ব্যয় বা স্টিমুলাস কিছুটা সাহায্য করছিল৷ বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তার স্টিমুলাস কর্মসূচি বন্ধ করতে পারে, এমন আশঙ্কা দেখা যাচ্ছে৷

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপেও এমন সহায়তা এবার কমে যাবে বলে ধারণা করা হচ্ছে৷ সে ক্ষেত্রে অর্থের জোগানের জন্য খোলা বাজারের উপর নির্ভর করতে হবে৷ অথবা টান পড়বে বন্ড বাজারে৷ তখন সরকারি বন্ডের দরও বদলে যেতে পারে৷ সেই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকগুলির পক্ষে সুদের হার কমিয়ে রাখা কঠিন হতে পারে৷ এমন পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করাও সহজ নয়৷ ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে৷

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, ইউরো-সংবাদ - Greece, ইউরো-সংবাদ - Italy, ইউরো-সংবাদ - Portugal, ইউরো-সংবাদ - Spain, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply