আত্মসমর্পন নয়, সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবো: সিরিয়া
আন্তর্জাতিক: সিরিয়া যে কোনো পশ্চিমা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ‘বিস্ময়কর’ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম দামেস্কে বলেছেন, “(হামলা হলে) আমাদের সামনে দু’টি পথ খোলা থাকবে। আমাদেরকে হয় আত্মসমর্পন করতে হবে অথবা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দ্বিতীয় পথকে বেছে নিয়ে প্রতিরোধ করবো।”
কথিত রাসায়নিক হামলাকে কেন্দ্র করে যখন প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা অনেকদূর অগ্রসর হয়েছে তখন মুয়াল্লেম এ প্রত্যয় ব্যক্ত করলেন।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বাশার আসাদের সরকার গত ২৯ মাস ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে তাতে বিস্মিত হয়েছে পাশ্চাত্য। এবার আগ্রাসন চালালেও দামেস্কের প্রতিরোধে তাদের বিস্মিত হতে হবে।
এর আগে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আজ জানিয়েছে, যে কোনো আগ্রাসন প্রতিহত করার মতো যথেষ্ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ার রয়েছে। একজন রুশ সামরিক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, মার্কিন সেনাবাহিনী যদি ন্যাটো জোটের সঙ্গে সমন্বিতভাবে সিরিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলেও তারা সহজে বিজয় অর্জন করতে পারবে না।
এ ব্যাপারে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তার দেশ আক্রান্ত হলে দামেস্ককে একা ফেলে যাবে না রাশিয়া। মুয়াল্লেম বলেন, “আমি আপনাদের এ নিশ্চয়তা দিচ্ছি যে, রাশিয়া আমাদেরকে ত্যাগ করেনি। সব ক্ষেত্রে মস্কোর সঙ্গে আমাদের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এবং রাশিয়ার সহযোগিতা আমরা পাবো বলে বিশ্বাস রাখি।”
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ