বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়ার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শনিবার বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়ার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দূর প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে এই বনভোজনে দলমত নির্বিশেষে নানা পেশার প্রবাসী,সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,ছাত্র-ছাত্রী এবং বিদেশি নাগরিকরা উপস্থিত ছিলেন।
মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হকের প্রধান অতিথি হিসেবে বনভোজনে যোগদান করার কথা থাকলেও ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রবাসী পরিষদ রাশিয়ার সভাপতি কল্লোল দাশ বনভোজনে আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে উপস্থিতি সবাইকে সংগঠনের নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
বনভোজনে শিশুদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। বিশেষ আকর্ষণ ছিল লটারির কুপন। স্থানীয় আল আমীন ট্রাভেলসের সৌজন্যে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় মস্কো-ঢাকা-মস্কো বিমান টিকেট। এছাড়াও ব্যবস্থা ছিলো আরো অন্যান্য পুরস্কারের।
মস্কোর উপকণ্ঠে ছায়া সুনিবিড় এক মনোরম প্রাকৃতিক পরিবেশে এই বনভোজনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালে একটি অরাজনৈতিক এবং সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে মস্কোতে বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া প্রতিষ্ঠা করা হয়। বড় পরিসরে বাংলা নববর্ষ উদযাপন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুনীজন সম্মাননাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করে এই সংগঠনটি ইতিমধ্যেই প্রবাসীদের কাছে বেশ সুনাম কুড়িয়েছে।
Category: ইউরোবিডি কমিউনিটি সংবাদ